তমালিকা দে, শিলিগুড়ি: বিজ্ঞানভিত্তিক নাটকে রাজ্য স্তরে অংশগ্রহণের সুযোগ পেল বাণীমন্দির রেলওয়ে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। রাজ্য স্তরে নাটকে অংশগ্রহণের জন্য জোরকদমে স্কুলে নাটকের প্রশিক্ষণ চলছে। পড়ুয়াদের এই সাফল্যে খুশি স্কুলের শিক্ষক, শিক্ষিকারা। ছাত্রছাত্রীদের অনেকেরই নাটক শেখার প্রতি আগ্রহ রয়েছে। সেজন্য আগ্রহী পড়ুয়াদের নিয়ে স্কুলে নাটকের ক্লাসও করানো হয়।
কখনও জেলা স্তরে, কখনও স্কুল স্তরে আবার কখনও রাজ্য স্তরে নাটকে প্রশংসা কুড়োচ্ছে পড়ুয়ারা। বিগত তিন-চার বছরে স্কুলের পড়ুয়াদের মধ্যে নাট্যচর্চার আগ্রহ বেড়েছে অনেকটাই। স্কুলের শিক্ষক, শিক্ষিকাদের কয়েকজনের এই নাট্যচর্চার প্রতি আগ্রহ থাকায় স্কুলে নাটক শিখতে পারে পড়ুয়ারা। সম্প্রতি উত্তরবঙ্গ বিজ্ঞানকেন্দ্রের তরফে জেলা স্তরে বিজ্ঞানভিত্তিক নাটক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে এই স্কুলের পড়ুয়ারা। ২৩ সেপ্টেম্বর কলকাতায় বিড়লা ইনস্টিটিউট অফ টেকনলজিকাল মিউজিয়ামে রাজ্য স্তরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
স্কুলে নাটক শেখা নিয়ে স্কুলের ছাত্রী জয়িতা মজুমদার বলেন, ‘স্কুলে আমাদের নাটক শেখানো হয়। যার ফলে প্রতিযোগিতা ছাড়াও আমরা নাট্যচর্চার মধ্যে থাকি।’ স্কুলে যাতে নাটক নিয়ে পড়ুয়াদের মধ্যে আগ্রহ বাড়ে সেজন্য স্কুলের শিক্ষক, শিক্ষিকারাও স্ক্রিপ্ট লেখা, অভিনয় শেখানো এসব কিছুর মাধ্যমে তাঁদের উৎসাহিত করে থাকেন। স্কুলের শিক্ষক অপূর্ণময় ঘোষ বলেন, ‘স্কুলের ছাত্রছাত্রীদের নাটকের প্রতি আগ্রহ রয়েছে। তাই স্কুলে নাটক শেখানো হয়। আমরা চাই আরও ছাত্রছাত্রী যাতে নাটক শেখায় এগিয়ে আসে।’ স্কুলে পড়ুয়াদের নাটক শেখাতে সাহায্য করেন শিক্ষক রমাপতি বীট।
এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) যেন সবকিছুতেই থাবা বসিয়েছে। তাই রাজ্য স্তরে নাট্য প্রতিযোগিতায় অংশগ্রহণে নাটকের বিষয় হিসেবে এআই-কেই বেছে নিয়েছে পড়ুয়ারা। রাজ্য স্তরের প্রস্তুতির পাশাপাশি ঋত্বিক নাট্যগোষ্ঠীর স্কুল নাটক প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতিও নিচ্ছে তারা। তবে অন্য স্কুলগুলোতেও যাতে নাট্যচর্চা বাড়ে সেজন্য নাটকের সঙ্গে জড়িত কৌশিক সেন বিভিন্ন স্কুলে নাট্য কর্মশালা করান। তিনি জানান, স্কুলে নাট্যচর্চার ধারাবাহিকতা বজায় রাখার জন্য স্কুলের উদ্যোগ ও সেই স্কুলের পড়ুয়াদের নাটক শেখার আগ্রহ থাকা জরুরি। আমি এক বছর আগে শিলিগুড়ি নেতাজি হাইস্কুলে নাটকের কর্মশালা করিয়েছিলাম। এখন শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যালয়, শিলিগুড়ি বিবেকানন্দ বিদ্যালয়, শিলিগুড়ি সূর্য সেন মহাবিদ্যালয় এই স্কুল ও কলেজের নাটকের কর্মশালা করাচ্ছি। তবে বাণীমন্দির রেলওয়ে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যক্ষা কাকলি দাসের অগ্রণী ভূমিকা নিয়ে থাকেন তা জানিয়েছে ছাত্রছাত্রীরা। এছাড়াও অভিনয় শেখানো থেকে স্ক্রিপ্ট লেখা, নাট্যব্যক্তিত্বদের এনে স্কুলে কর্মশালা করানোর উদ্যোগ নেওয়া হয় স্কুলের তরফে।