উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মৌখিক বচসার জেরে নিজের সিনিয়র সহকর্মী সাব ইনস্পেক্টরকে গুলি করে মারলেন এক পুলিশ কনস্টেবল। শনিবার ঘটনাটি ঘটেছে মণিপুরের(Manipur) জিরিবাম জেলায়(Jiribam district)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিক্রমজিত সিং(Bikramjit Singh) নামের ওই কনস্টেবল এদিন নিজের সার্ভিস রাইফেল থেকে ওপেন ফায়ার করে সাব ইনস্পেক্টর শাহজাহানকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনাটি ঘটার পরেই গ্রেপ্তার করা হয় বিক্রমজিতকে।
দুই জনের মধ্যেকার বচসার কারণ জানতে তদন্ত করছে পুলিশ। জিরিবাম জেলার মংবাং গ্রামের পুলিশ চৌকিতে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। বৈচিত্র্যময় জিরিবাম, ইম্ফল উপত্যকা এবং সংলগ্ন পাহাড়ের জাতিগত হিংসার থেকে দূরে ছিল। কিন্তু এই বছরের জুন মাসে এক বিশেষ সম্প্রদায়ের ৫৬ বছর বয়সি ১ ব্যাক্তিকে হত্যা করে অন্য সম্প্রদায়ের জঙ্গিরা। তারপর থেকে চরম আশান্ত হয়ে পড়ে জিরিবাম এলাকা। উভয় পক্ষের বিবাদের জেরে নিজেদের বাড়িঘর ছেড়ে হাজার হাজার মানুষকে ত্রাণ শিবিরে স্থানান্তরিত হতে হয়। তারপর থেকে এই এলাকার নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছিল। আর এমন পরিস্থিতিতেই ঘটে গেল এই পুলিশকর্মীকে হত্যার ঘটনা।