বেঙ্গালুরু: রহস্যময় পরিস্থিতিতে মৃত্যু হল ভারতের বিশিষ্ট কৃষি গবেষক তথা ‘ব্লু রেভলিউশন’-এর অন্যতম পথিকৃৎ বিজ্ঞানী সুব্বন্ন আয়াপ্পনের (Subbanna Ayyappan Death)। কয়েকদিন আগে পদ্মশ্রী সম্মানে ভূষিত এই বিজ্ঞানী আচমকাই নিখোঁজ হয়ে যান। শনিবার তাঁর মরদেহ উদ্ধার হয় কাবেরী নদী থেকে। কর্ণাটকের শ্রীরঙ্গপট্টনার সাই আশ্রমের কাছে নদীতে একটি দেহ ভাসতে দেখা গেলে পুলিশে খবর দেওয়া হয়। পরে সেটি আয়াপ্পনের দেহ বলে শনাক্ত করে পরিবার।
মাইসুরুর বাসিন্দা আয়াপ্পন ৭ মে থেকে নিখোঁজ ছিলেন। তাঁর স্কুটারটিও নদীর ধারে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গিয়েছে, যা মৃত্যুরহস্যকে আরও ঘনীভূত করেছে। শ্রীরঙ্গপট্টনা থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।
ভারতের মৎস্য চাষ ও সামুদ্রিক সম্পদ উৎপাদনে বিপ্লব ঘটানোর নায়ক হিসাবে মনে করা হয় বিজ্ঞানী আয়াপ্পনকে। তিনি মাছচাষের উন্নত পদ্ধতির প্রবর্তন করে ভারতের উপকূল ও স্থলভাগ—দুই অঞ্চলেই কৃষিজীবীদের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটিয়েছিলেন । পাশাপাশি খাদ্য নিরাপত্তার ক্ষেত্রেও অনেকটাই এগিয়ে দিয়েছিলেন দেশকে। এই অবদানের জন্য ২০২২ সালে ভারত সরকার তাঁকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করে।
জীবনের শেষ পর্যায়ে তিনি জাতীয় পরীক্ষাগার স্বীকৃতি বোর্ডের (এনএবিএল) চেয়ারম্যান এবং ইম্ফলের সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটির উপাচার্য পদে অধিষ্ঠিত ছিলেন। স্ত্রী ও দুই কন্যা বর্তমান মৃত বিজ্ঞানীর।