Featured

‘ভে কমলেয়া’ গান গেয়ে সুপারস্টার সিঙ্গারের মঞ্চ মাতালো শিলিগুড়ির শুভদীপ

শিলিগুড়ি: শিলিগুড়ির শুভদীপের গানে মুগ্ধ পরিচালক করণ জোহর থেকে সুরকার প্রীতম চক্রবর্তী। ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’ ছবিতে অরিজিৎ সিংয়ের গাওয়া ‘ভে কমলেয়া’ গান গেয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘সুপারস্টার সিঙ্গার’ (সিজন-৩)-এর এই প্রতিযোগী। তাঁর গান গাওয়ার ধরন দেখে ইতিমধ্যেই ‘খুদে অরিজিৎ’ খেতাব দিয়েছে নেটপাড়া।

জাতীয় স্তরে গানের দুনিয়ায় প্রশংসা অর্জন করা মুখের কথা নয়। তাও আবার বলিউডের তাবড় সেলেব্রিটিদের থেকে। প্রতিযোগিতার অডিশন রাউন্ডেই সেই অসাধ্যসাধন করে ফেলেছে শুভদীপ সূত্রধর। শিলিগুড়ি পুরনিগমের ৩৫ নম্বর ওয়ার্ডের শহিদ কলোনির বাসিন্দা শুভদীপ। সুপারস্টার সিঙ্গারের সেটে তার আদুরে নাম দেওয়া হয়েছে শুভ।

ইতিমধ্যেই ওই প্রতিযোগিতায় প্রথম ১৫ জনের মধ্যে জায়গা করে নিয়েছে অষ্টম শ্রেণির এই পড়ুয়া। গিটার হাতে তার গান ‘ভে কমলেয়া’, ‘কেশরিয়া তেরা’ এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। বিচারকের আসনে বসা নেহা কক্কর মুগ্ধ তার গানে। যদিও ছেলে যে এত তাড়াতাড়ি সকলের মন জয় করতে পারবে, তা এখনও ভাবতেই পারছেন না শুভর মা মানবী সূত্রধর। তিনি বলেন, ‘মনে হচ্ছে স্বপ্নের মধ্যে রয়েছি। ছেলের হাত ধরেই আমার এত বড় জায়গায় আসা। এখানে সবাই শুভর গানের খুব প্রশংসা করছে।’

চার বছর বয়স থেকে মায়ের কাছে গানের তালিম নেওয়া শুরু করেছিল শুভ। গানের পাশাপাশি হারমোনিয়াম, খোল, তবলা, পিয়ানো, গিটার, মেলোডিকা, উকুলেলে বাজাতে পারে সে। ছোট থেকেই তার ইচ্ছে ছিল জাতীয় স্তরে নিজেকে প্রতিষ্ঠিত করার। সেজন্য প্রতিদিন নিয়ম করে গানের রেওয়াজ করে সে। শুভর ছোটবেলার সেই স্বপ্নই যেন এখন পূর্ণ হতে চলেছে, ওই যাকে বলে ‘অন দ্য ওয়ে’।

শুভ জানিয়েছে, এত বড় মঞ্চে এসে প্রতিদিন নতুন কিছু শিখতে পারছে সে। এটাই তার বড় প্রাপ্তি। নর্থ পয়েন্ট রেসিডেন্সিয়াল স্কুলের ছাত্র শুভর সাফল্যে খুশি স্কুলের প্রিন্সিপাল সুমিতা রাই। তিনি বলেন, ‘শুধু গানে নয়, নাচেও শুভদীপ সমানভাবে পারদর্শী। স্কুলের প্রতিটি অনুষ্ঠানে সে অংশগ্রহণ করে। সেরার শিরোপা জিতবে, এই কামনাই করছি।’

টিভিতে শুভর গান শুনে অনেকেই তার বাবা সন্টু সূত্রধরের কাছে এসে অভিনন্দন জানাচ্ছেন। শিলিগুড়ির এই ছেলে যে ভবিষ্যতে বলিউডে প্লেব্যাক করতে চলছে, তা নিয়ে সন্দেহ নেই কারও।

Solanki Paul

Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Old Malda | তৃণমূলনেত্রীর স্বামীকে আক্রমণ করে শূন্যে গুলি, শেখ ইয়াসিনের ভাইয়ের নামে পুলিশে অভিযোগ

পুরাতন মালদাঃ নারায়ণপুরের হোটেলে মধুচক্রের আসরে গুলি চালানোর ঘটনায় আক্রান্তের পরিবারের তরফে মালদা থানায় লিখিত…

7 seconds ago

EVM | উলটপুরাণ! তৃণমূলের বিরুদ্ধে ইভিএমে কারচুপির অভিযোগ, কমিশনের দ্বারস্থ বিজেপি

রায়গঞ্জঃ উলটপুরাণ! নয়তো আর কী! ইভিএম নিয়ে এতদিন ধরে বারবার অভিযোগ তুলেছে বিরোধীরা। কিন্তু এবার…

28 mins ago

Aam Admi Party | বিজেপির সঙ্গে মিলে ষড়যন্ত্র করছেন স্বাতী মালিওয়াল, দাবি আপ নেত্রী আতিশীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিজেপির সঙ্গে মিলে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন আপ সাংসদ স্বাতী…

32 mins ago

Malda | ভোটার তালিকায় নাম তোলার দাবি, প্রশাসনের দ্বারস্থ ‘ভূতের দল’

সৌরভকুমার মিশ্র, হরিশ্চন্দ্রপুর: তাঁরা প্রত্যেকেই জীবিত। কিন্তু ভোট দিতে গিয়ে জানতে পারেন ভোটার তালিকায় তাঁরা…

33 mins ago

Raiganj | মাধ্যমিকে কৃতকার্য ১০০ শতাংশ দৃষ্টিহীন অপ্সরা, খুশি গোটা গ্রাম

রায়গঞ্জ: আর পাঁচটা ছেলেমেয়ের মতো জীবন নয় অপ্সরা খাতুনের। ১০০ শতাংশ দৃষ্টিহীন। মানসিক জোর যেন…

40 mins ago

Humayun kabir | তৃণমূলের গোষ্ঠীকোন্দলে মার্জিন কমবে ইউসুফের! মুর্শিদাবাদে অন্তর্ঘাতের দাবি হুমায়ুনের

বহরমপুরঃ ইউসুফকে হারাতে দলের ভিতরেই কোন্দল হয়েছে। কমতে পারে দলীয় প্রার্থীর জয়ের মার্জিন। বহরমপুর লোকসভা…

45 mins ago

This website uses cookies.