উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বঙ্গ বিজেপির (BJP) অধিনায়ক কে হবেন? তা নিয়ে এই মুহূর্তে জোর জল্পনা গোটা রাজ্যে। এমতাবস্থায় দিল্লির পথে পা বাড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (BJP Leader Shuvendu Adhikari)। কি এমন হল, যে বিরোধী দলনেতাকে দিল্লিতে (Delhi) ছুটতে হল? তারই উত্তর খোঁজার চেষ্টা করছে রাজনৈতিক মহল।
দিল্লিতে যাওয়ার প্রসঙ্গে শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের সামনে বলেন, ‘কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) দিল্লির বাড়িতে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সেখানে উপস্থিত থাকবেন বাকি সাংসদেরা। একাধিক বিষয়ে আলোচনা হবে।’ তবে এতকথা বললেও, রাজ্য বিজেপি সভাপতি কে হবেন? তা নিয়ে একটি বাক্যও উচ্চারণ করেননি শুভেন্দু।
এদিকে, সুকান্ত মজুমদার বলেন, ‘রাজ্য সভাপতি নিয়োগ কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের উপর নির্ভর করে। এখনও কেন্দ্রীয়ভাবে এ বিষয়ে কোনও নির্দেশ আসেনি। উপর থেকে নির্দেশ এলে রাজ্য সভাপতি নির্বাচন শুরু হবে।’