কোচবিহার: নতুন সংযোগের পরিবর্তে পুরোনো পাইপলাইনের মাধ্যমে জলের সংযোগ করা হচ্ছে বলে অভিযোগ কোচবিহার-২ ব্লকের কামিনীরঘাটের বাসিন্দাদের। স্থানীয় পঞ্চায়েত সদস্য বিউটি বিবিকে অন্ধকারে রেখেই সেই কাজ চলছে বলে অভিযোগ। শুক্রবার ওই অভিযোগ তুলে ক্ষুব্ধ বাসিন্দারা কাজ বন্ধ করে দেন। নতুন পাইপলাইনের সাহায্যে সরকারি নিয়ম অনুযায়ী বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের সংযোগ দেওয়ার দাবি তুলেছেন তাঁরা। এদিনের আন্দোলনে পঞ্চায়েত সদস্যও যোগ দেন।
কোচবিহার-২ ব্লকের টাকাগাছ-রাজারহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ চলছে। গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, সেখানে ছয়টি ঠিকাদারি সংস্থা কাজ করছে। তবে নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ। পঞ্চায়েত সদস্য বিউটি বিবি জানান, নতুন পাইপলাইন দিয়ে যাতে কাজ হয় সেই দাবি রয়েছে তাঁদের। ঠিকাদারি সংস্থার তরফে প্রদীপ চক্রবর্তী বলেন, ‘প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে প্রথমে কাজ ঠিক মতো করা যায়নি। আরও অনেক ঠিকাদার রয়েছেন। কাজের বিষয়টি কী অবস্থায় রয়েছে তা দেখা হচ্ছে।‘