দিনহাটা: বিদেশের মাটিতে জয়জয়কার দিনহাটার ছেলে সৌরভ সাহার। ২১ তম পুলিশ অ্যান্ড ফায়ার গেমসে (World Police & Fire Games 2025) ব্রোঞ্জ পেলেন সৌরভ। তাঁর এই সফলতায় পরিবারের পাশাপাশি আনন্দে ভাসছে গোটা শহর।
গত ২৭ জুন থেকে শুরু হওয়া বার্মিংহামের আলবামায় অনুষ্ঠিত হতে চলা ২১ তম ওয়ার্ল্ড পুলিশ অ্যান্ড ফায়ার গেমস ২০২৫ এ ব্রোঞ্জ পদক পেলেন দিনহাটার (Dinhata) সৌরভ সাহা (Sourav Saha)। সৌরভ ভারতীয় পুলিশ ও ফায়ার দলের হয়ে ৪০০ মিটার রিলেতে অংশগ্রহণ করেছিলেন। আর এই খবর প্রকাশ্যে আসতেই দিনহাটার সাধারণ মানুষের পাশাপাশি খুশি সৌরভ নিজেও। বার্মিংহামে অনুষ্ঠিত ওয়ার্ল্ড পুলিশ অ্যান্ড ফায়ার গেমসে অংশ নিতে গত ২৭ জুন দিনহাটা থেকে রওনা দিয়েছিলেন তিনি। তাঁর খেলা ছিল ৩০ জুন। সেখানেই মিলল ব্রোঞ্জ। এতবড় সাফল্যের পর সৌরভ জানান, ‘আমার লক্ষ্য ছিল দেশের হয়ে পদক আনা। সেই লক্ষ্য পূরণ করতে পেরেছি এটাই বড় প্রাপ্তি।’
অন্যদিকে, ক্রীড়াবিদ চন্দন সেনগুপ্ত বলেন, ‘সৌরভ শুধু দিনহাটার নয়, পুরো দেশের গর্ব। আগামীতে ও আরও সাফল্য অর্জন করুক এটাই চাই।’
পাশাপাশি, স্কুল শিক্ষক শঙ্খনাদ আচার্য বলেন, ‘নিজের স্কুলের ছাত্রের এমন সাফল্য অনুপ্রেরণা দেবে বাকি ছাত্রদেরও।’