Wednesday, May 31, 2023
HomeBreaking News৪৮ ঘণ্টার মধ্যেই সাফল্য, এগরা বিস্ফোরণে ধৃত ভানু বাগ

৪৮ ঘণ্টার মধ্যেই সাফল্য, এগরা বিস্ফোরণে ধৃত ভানু বাগ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এগরা বিস্ফোরণের ৪৮ ঘণ্টার মধ্যেই মিলল সাফল্য। ওডিশা থেকে ধৃত বাজি কারখানার মালিক কৃষ্ণপদ বাগ ওরফে ভানু বাগ। পাশাপাশি গ্রেপ্তার হয়েছে ভানু বাগের ছেলে পৃথ্বীজিৎ বাগ ও ভাইপো ইন্দ্রজিৎ বাগ। ইন্দ্রজিতের বাবা বাদল বাগের বিস্ফোরণেই মৃত্যু হয়েছিল। সূত্রের খবর, বিস্ফোরণের পর অগ্নিদগ্ধ অবস্থায় বাইকে চেপে চম্পট দিয়েছিল ভানু। সন্দেহবশত ওডিশায় গিয়ে তাকে ধরা হয়। বর্তমানে ভানু কটকের এক হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশি নজরদারিতে রয়েছে সে।

প্রসঙ্গত, এগরা বিস্ফোরণে ৯ জনের মৃত্য়ু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪ জন। বিস্ফোরণের পরই নিশানায় ছিল বাজি ব্যবসায়ী ভানু। স্থানীয়দের দাবি, এলাকায় নাকি রীতিমতো জোরজুলুম চলত ভানুর। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের পরই অগ্নিদগ্ধ অবস্থায় বাইকে চেপে চম্পট দিয়েছিল ভানু। পুলিশের সন্দেহ ছিল প্রতিবেশী রাজ্য ওডিশায় গা ঢাকা দিয়েছে সে। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীও একই সন্দেহ প্রকাশ করেছিলেন। এরপর বুধবার মোবাইলের টাওয়ার লোকেশন ধরে তার খোঁজ শুরু করে রাজ্য় পুলিশ ও সিআইডি। ওডিশায় পৌঁছে ভানুর ছেলে ও ভাইপোকে গ্রেপ্তার করে পুলিশ। তারপরই জানা যায় কটকের একটি হাসপাতালে চিকিৎসাধীন ভানু বাগ। তার শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছে বিস্ফোরণে। আপাতত তাকে পুলিশি নজরবন্দিতে রাখা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments