উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুদানে (Sudan) সোনার খনিতে ধস (Gold Mine Collapse)। পূর্ব সুদানে এমন ঘটনায় মৃত্যু হয়েছে ১১ জনের। জখম হয়েছেন বেশ কয়েকজন। রবিবার ঘটনাটি ঘটে পূর্ব নীল নদ প্রদেশের মরুভূমি শহর হুইদে এলাকার কার্শ আল-ফিল খনিতে।
খনির একাংশ ধসে এমন ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পরই খনন কাজ বন্ধ করে দেওয়া হয়। সেই সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শ্রমিকদের এখন ওই এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জখমদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গত, সোনা উৎপাদনকারী দেশ সুদান। ২০২৩ সালে সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) এর মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর থেকে উভয় পক্ষের যুদ্ধ প্রচেষ্টা মূলত সুদানের স্বর্ণশিল্পকে ঘিরে। ২০২৩ সালেও ধসে সেখানে নিহত হয়েছেন ১৪ জন শ্রমিক। ২০২১ সালে ধসে নিহত হন ৩৮ জন।