Featured

Sudipa Chatterjee | কুকিং শোয়ে গোমাংস বিতর্ক! চূড়ান্ত আক্রমণের শিকার সুদীপা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কুকিং শোয়ে গোমাংস রান্না নিয়ে চরম কটাক্ষের শিকার হলেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, বাংলাদেশের এক কুকিং শো ‘রাঁধুনী এপার ওপারের রান্না’ নামের একটি শো-তে অতিথি হিসেবে হাজির হয়েছেন সুদীপা। সেখানে সঞ্চালক রান্না করেন, গোরুর মাংসের কোফতা। আর তারপর থেকেই ক্ষোভ ছড়ায় নেট দুনিয়ায়। একজন হিন্দু হয়ে গোরুর মাংস রান্না হচ্ছে এমন একটি শো প্রচার করায় অনবরত হুমকির মুখে পড়তে হচ্ছে সুদীপাকে। তাঁর পাঁচ বছরের ছেলে আদিদেব চট্টোপাধ্যায়কে অপহরণ করার হুমকি আসছে।

ছোট পর্দা থেকে মাস খানেক আগেই বিরতি নিয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়। তাঁর জনপ্রিয় রান্নার শো শেষ হওয়ার পর দীর্ঘ বিরতি নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে শুরু করেছেন নিজস্ব কুকিং শো। সেখানে এপার ওপার বাংলার খাবারের স্বাদ ও রান্নার পদ্ধতি তুলে ধরেন তিনি। আর সেই সূত্রেই বকরি ইদের আগে গিয়েছিলেন বাংলাদেশেও। আর তখনই ইদ স্পেশাল একটি এপিসোডের জন্য তাঁকে দেখা যায় পড়শি দেশের একটি চ্যানেলে অংশ নিতে, যেখানে রান্না হয় গোরুর মাংসের কোফতা। আর সেই ভিডিওর ঝলক ছড়িয়ে পড়তেই নেটপাড়ায় উঠল তুমুল রোষ। ভিডিওতে দেখা গিয়েছে, সেই রান্না-র শো-এর হোস্ট এক বাংলাদেশি মহিলা বলছেন, ‘তুমি যখন গেস্ট, আমি হোস্ট হিসেবে তোমায় রান্না করে খাওয়াব, তোমার উপলক্ষে দর্শকদের রান্না করে দেখাব গোরুর মাংসের কোফতা।’ যদিও এই এপিসোডটি নিজের ইউটিউব চ্যানেলে ছাড়েননি সুদীপা। তবে বাংলাদেশে এটি সম্প্রচারিত হয়।

তবে এই প্রসঙ্গে সুদীপা বলেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে বারবার। যাঁরা এটা নিয়ে ট্রোল করছেন, তাঁদের মধ্যে সিংহভাগ মানুষ সেই ভিডিওটা দেখেননি, আমি নিশ্চিত। আমি গোরুর মাংস খাওয়া তো দূর অস্ত, রান্নাও করিনি। এমনকী ছুঁইওনি। দ্বিতীয়ত, করিম জাহান নিজে রান্নাটা করেছেন। ভিডিওগুলো এখনও অপরিবর্তিত অবস্থায় রয়েছে। যে কেউ চাইলে দেখে নিতে পারেন। কোথাও দেখতে পাবেন না যে আমি গোমাংস স্পর্শ পর্যন্ত করেছি।’

Solanki Paul

Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা ঘটল মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়েতে (Mumbai-Nagpur Expressway)। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে…

4 mins ago

Malda | মানিকচকে পিস্তল-কার্তুজ সহ গ্রেপ্তার বিজেপি নেতা সহ ৬

মানিকচক: অস্ত্র পাচার করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন বিজেপির এক পঞ্চায়েত প্রধান। উদ্ধার হয়েছে…

5 mins ago

World record | এক ইনিংসে ৬০৩, প্রোটিয়াদের বিরুদ্ধে মহিলাদের ক্রিকেটে ফের বিশ্বরেকর্ড ভারতের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মহিলাদের ক্রিকেটে ফের বিশ্বরেকর্ড ভারতের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম…

34 mins ago

Bus | সিকিমের বাসে নগদে ‘না’, ভাড়া অনলাইনে

সানি সরকার, শিলিগুড়ি: ফের প্রতিবেশী রাজ্যকে টেক্কা দেওয়ার চেষ্টা সিকিমের (Sikkim)। এরাজ্যে সরকারি পরিবহণ ব্যবস্থা…

44 mins ago

Chopra | বেহাল নিকাশি ব্যবস্থা, জমা জল ডিঙিয়ে ক্লাসে শিক্ষিকা-ছাত্রীরা

চোপড়া: জলকাদা ডিঙিয়ে ক্লাসে ঢুকতে হচ্ছে ছাত্রীদের। কারণ, বেহাল নিকাশি ব্যবস্থা। যার জেরে চলতি বর্ষায়…

51 mins ago

DY Chandrachud | ‘বিচারকরা মানুষের সেবক’ মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘বিচারব্যবস্থা মন্দির হলেও, বিচারকদের দেবতা ভাবা ঠিক নয়’ শনিবার কলকাতায় দাঁড়িয়ে…

1 hour ago

This website uses cookies.