উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরজি কর কাণ্ডে (R G Kar case) প্রতিবাদের আবহে বেফাঁস মন্তব্য করে বসলেন অভিনেতা তথা উত্তরপাড়ার তারকা বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। রবিবার আন্দোলনকারী ডাক্তারদের উদ্দেশে তিনি বলেন, ‘কর্মবিরতিতে থাকা সরকারি কর্মচারিরা বেতন বা বোনাস নেন না?’। কাঞ্চনের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। এমনকি প্রতিবাদ জানিয়েছে টলিপাড়াও। এবার কাঞ্চনের করা মন্তব্যের বিরুদ্ধে কড়া ভাষায় জবাব দিলেন বন্ধু তথা সহকর্মী সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)।
কাঞ্চনের মন্তব্যের জবাবে সুদীপ্তা বলেন, ‘কর্মবিরতি তে থাকা ডাক্তাররা সরকারী চাকরি করেন বলে তাঁদের কর্মস্থলে দিনের পর দিন ধরে ঘটে যাওয়া সরকারের অন্যায় কাজ নিয়ে তাঁরা প্রশ্ন তুলতে পারবেন না? সরকারি পদক্ষেপ নিয়ে হতাশা বা উষ্মা প্রকাশ করতে গেলে একজন সরকারি চাকুরিজীবীর মাইনে নেওয়া যাবে না?’। তিনি আরও বলেন, ‘দেওয়ালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ঝুলিয়ে রেখে এই নির্লজ্জ কমেডি করার আগে একবারও ভাবলেন না? আপনার কমেডি অভিনয়ই কিন্তু মানুষের মনে একদিন আপনার পাকাপাকি স্থান দিয়েছিল। আমিও তার ফ্যান। কিন্তু আজ যেটা করলেন, ওটা কমেডিও হয়নি, অভিনয়ও হয়নি। আপনার শুভ বুদ্ধির উদয় হোক শিগগিরই, এই কামনা করি।’ এখানেই শেষ নয়। আরেকটি পোস্টে বন্ধু কাঞ্চন মল্লিককে ত্যাগ করার কথা বলেছেন অভিনেত্রী। সুদীপ্তা বলেন, ‘কাঞ্চন তোকে ত্যাগ দিলাম। অনুপ্রেরণার লকারে চোখ, কান, মাথা, মনুষ্যত্ব, বিবেক, বুদ্ধি, বিবেচনা, শিক্ষা সব ঢুকিয়ে রেখে চাবিটা হারিয়ে ফেলেছিস মনে হয়। চাবিটা খুঁজে পেলে খবর দিস বন্ধু। তখন আবার কথা হবে, আড্ডা হবে।’