হরিশ্চন্দ্রপুর: নিজের শোবার ঘর থেকে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত দেহ। শনিবার ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভাগ বড়োল গ্রামে। মৃত যুবকের নাম বিকি দাস(১৯)। মৃতের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই পারিবারিক অশান্তির জেরে সে মানসিক অবসাদে ভুগছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে নিজের শোবার ঘর থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তিন বছর আগে বিকির সঙ্গে পার্শ্ববর্তী চাঁচল শহরের বাসিন্দা এক তরুণীর বিয়ে হয়। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক থেকেই বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। কিন্তু তারপর থেকেই স্ত্রীর সঙ্গে বিকির প্রায় অশান্তি লেগে থাকত। অনেক চেষ্টার পরেও অশান্তি মেটেনি। অবশেষে মানসিক অশান্তির জেরে আত্মঘাতী হয় বিকি।
এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পুলিশ তদন্তে নেমেছে।