মালদা: ক্যান্সারের যন্ত্রণা সহ্য করতে না পেরে কীটনাশক পান করে আত্মঘাতী হলেন এক প্রৌঢ়। ঘটনাটি ঘটেছে গাজোলের পাঁচপাড়া এলাকায়। মৃত প্রৌঢ়ের নাম যতীন সরকার (৭৪)।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর দেড়েক আগে যতীনবাবুর ক্যান্সারে আক্রান্ত হন। চিকিৎসার জন্য তাঁকে মুম্বই ও পড়ে শিলিগুড়ি নিয়ে যাওয়া হয়েছিল। বর্তমানে মালদা মেডিকেলে তাঁর চিকিৎসা চলছিল। যন্ত্রণা সহ্য করতে না পেরে গতকাল সকালে নিজের বাড়িতে কীটনাশক পান করেন যতীনবাবু। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। সেখান থেকে তাঁকে মালদা মেডিকেলে রেফার করা হয়। বৃহস্পতিবার দুপুরে মালদা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় যতীনবাবুর। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।