শিলিগুড়িঃ আরজি কর কাণ্ড থেকে নজর ঘোরাতেই ডিভিসিকে নিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আদতে মমতার পলিটিক্যাল স্টান্ট। সোমবার শিলিগুড়িতে এমনই মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
এদিন নিউ জলপাইগুড়ি স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন সুকান্ত মজুমদার। ডিভিসি জল ছাড়া থেকে শুরু করে রাজ্যে থ্রেট কালচার, আরজি কর কাণ্ড সব ইস্যুতেই মুখ্যমন্ত্রীকে একহাত নেন তিনি। সুকান্তর কথায়, ডিভিসির জল ছাড়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ ‘পলিটিক্যাল স্টান্ট’ ছাড়া আর কিছুই নয়। প্রতিবছরই ডিভিসির ছাড়া জলে বন্যা হয় ঘাটাল সহ বিস্তির্ণ এলাকায়। আর প্রতিবছরই মুখ্যমন্ত্রী বলে থাকেন ‘ম্যান মেড বন্যা’। অথচ তিনি বন্যা নিয়ন্ত্রণে কোনও ব্যবস্থাই নেন না। তিনি যেমন বিষয়টি নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলেন না, একইভাবে ঝাড়খণ্ড সরকারের সঙ্গেও আলোচনা করেন না। ক্ষমতায় আসার পর থেকেই তিনি ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলে আসছেন। অথচ সেটার বাস্তবায়নে কোনও উদ্যোগ নেন না তারা। শুধুমাত্র রাজনীতি করার জন্য ডিভিসি নিয়ে অসাংবিধানিক কাজকর্ম করে চলেছেন মুখ্যমন্ত্রী। এই কাজে সরকারি আধিকারিকদের ব্যবহার করা হচ্ছে। ডিভিসির জল ছাড়ার কারণে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়ে সেটার জন্য দায়ী মুখ্যমন্ত্রী। রাজ্যের বন্যা নিয়ন্ত্রণে ব্যর্থ রাজ্য সরকার।
আরজি কর প্রসঙ্গে এদিন সুকান্ত মজুমদার ফের একবার তথ্য প্রমান লোপাটের অভিযোগ তুলেছেন। তিনি বলেন, আরজি করে ধর্ষণ-খুনের ঘটনার পর তথ্য প্রমান লোপাট করে দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে নির্যাতিতার শরীরের চাদর তিনবার পরিবর্তন করা হয়েছে। ঘটনাস্থল থেকে এক হাজার লোকের জুতোর ছাপ পাওয়া গিয়েছে। নির্যাতিতার দেহের ময়না তদন্ত হয়েছে নিয়ম না মেনে। অর্থাৎ যেভাবে তথ্য প্রমান মিটিয়ে দেওয়া হয়েছে তাতে কতটা দোষীরা আদৌ শাস্তি পাবেন কিনা তা নিয়ে চিন্তিত তিনি।