রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

‘এবারও প্রধানমন্ত্রী ওয়েটিংই থেকে যাবেন’, নাম না করে মমতাকে কটাক্ষ সুকান্তর

শেষ আপডেট:

শিলিগুড়ি: এবারও প্রধানমন্ত্রী ওয়েটিংই থেকে যাবেন, নাম না করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ ভাষাতেই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার সকালে এনজেপিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই মন্তব্য করেন তিনি।

লোকসভা ভোটে বিজেপিকে রুখতে একজোট হচ্ছে বিরোধীরা। সূত্রের খবর, আগামী ১২ জুন বিজেপি বিরোধী দলগুলির বৈঠক বসছে বিহারে। সেই বৈঠকে যোগ দেবেন তৃণমূল সুপ্রিমোও।

বিরোধীরা জোট করে কেন্দ্রের বিজেপি সরকারকে উৎখাত করতে চাইছে। এনিয়ে প্রশ্ন করা হলে সুকান্ত বলেন, ‘এটাতো ওদের মনের স্বপ্ন। স্বপ্ন তো কখনও সত্যি হয় না। দেশের মানুষ ঠিক করে নিয়েছেন নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হবেন। এর আগেরবারও আমরা দেখেছিলাম, ২২-২৩টা দল জোট বেঁধেছিল। কিন্তু প্রধানমন্ত্রী হতে পারেনি।’ তার পরই নাম না করে মমতাকে কটাক্ষ, ‘এবারও প্রধানমন্ত্রী ওয়েটিংই থেকে যাবেন।’

সেই সঙ্গে সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের তৃণমূলে যোগদান নিয়েও মুখ খুলেছেন রাজ্য বিজেপি সভাপতি। সুকান্তর কটাক্ষ, ‘বায়রন বিশ্বাস এখন মিরজাফর বিশ্বাস।’

বায়রন তৃণমূলে যাওয়াতে রাজ্যে বিজেপির কি সুবিধা হল? এর জবাবে বিজেপি সাংসদ বলেন, ‘বাংলার মানুষ বুঝতে পারলেন এরাজ্যে তৃণমূলের বিকল্প বিজেপি। সিপিএম, কংগ্রেস এরা তো দিল্লিতে তৃণমূলের সঙ্গে একসঙ্গে বসে চা খায়। হাতে হাত ধরে চলে। এদের কোনও নীতি নেই।’ সামনের লোকসভা নির্বাচনে বিজেপি আরও বেশি সংখ্যক আসন জিতবে বলে আশাবাদী সুকান্ত।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

Teacher | মানসিকভাবে বিধ্বস্ত, ফের পরীক্ষায় বসবেন অনামিকা

রামপ্রসাদ মোদক, রাজগঞ্জ : দেড় বছর শিক্ষকতার চাকরি করতে...

Buxa | আশঙ্কাই সত্যি হল, ভাঙছে বক্সার জিরো পয়েন্টের রাস্তা

অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার : প্রতি বর্ষায় পাহাড়ি রাস্তায় ধস...

Coochbehar | দু’বছর ধরে বন্ধ রাজবাড়ির অ্যানথ্রোপোলজিক্যাল গ্যালারি

দেবদর্শন চন্দ, কোচবিহার : কোচবিহার রাজবাড়ির মিউজিয়ামে অ্যানথ্রোপোলজিক্যাল গ্যালারির...

Gorumara national park | গরমে কাহিল গরুমারার কুনকি, মেনুতে শসা-আখ

শুভদীপ শর্মা, লাটাগুড়ি : বৃষ্টির দেখা নেই। উত্তরে তাপমাত্রাও...