উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : নাগরাকাটায় বন্যা দুর্গতদের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। তাঁদের উপর হামলার ঘটনায় তৃণমূল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
এদিন শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন খগেন ও শংকরকে দেখতে আসেন তিনি। কথা বলেন তাঁদের সঙ্গে। পরে বালুরঘাটের সাংসদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তোপ দাগেন। হামলায় অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা না নিলে, বিজেপি বিজেপির মতো করে ট্রিটমেন্ট করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সুকান্ত বলেছেন, ‘খগেন মুর্মুর ফেসিয়াল বোন ভেঙেছে। অনেক রক্তপাত হয়েছে। তাঁদের উপর রাজনৈতিক আক্রমণ হয়েছে। শংকর ঘোষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, যারা আক্রমণ করেছিল তারা প্রকাশ্যে নিজেদের দিদির সৈনিক বলে দাবি করার পাশাপাশি বলেছিল এখানে বিজেপি কেন আসবে। এটা কি পাকিস্তান নাকি যে বিজেপি ওখানে যেতে পারবে না।’
সুকান্তর সংযোজন, ‘আমরা পরিষ্কার বলে দিতে চাই, সাংসদ-বিধায়কের উপর হামলায় যাদের নাম ও ছবি প্রকাশ্যে এসেছে, পুলিশ যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তবে বিজেপি বিজেপির মতো করে ট্রিটমেন্ট করবে। খগেন মুর্মু, শংকর ঘোষ, বাপি গোস্বামী সহ যাঁরা ওখানে গিয়েছেন তাঁদেরই মারা হয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে নাটক করছেন। এধরনের অপদার্থ পুলিশমন্ত্রী থাকার থেকে বন্যার জলে ফেলে দিলে ভালো হবে।’

