Breaking News

Sukanta Majumder | মোদি মন্ত্রীসভায় জোড়া মন্ত্রকের দায়িত্বে সুকান্ত, উচ্ছ্বাস বালুরঘাটে

বালুরঘাট: কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। একই সঙ্গে তাঁকে উত্তরপূর্ব উন্নয়ন মন্ত্রকেরও (Ministry of Development of North Eastern Region) প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।  স্থানীয় সাংসদ জোড়া মন্ত্রকের দায়িত্ব পাওয়ায় খুশির হাওয়া বালুরঘাটে।  মন্ত্রীত্ব পাওয়ার পরই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সুকান্ত। তিনি জানান, শিক্ষা ও উত্তরপূর্ব উন্নয়ন মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব প্রধানমন্ত্রী তাকে দেওয়ায় তিনি কৃতজ্ঞ। তিনি চেষ্টা করবেন সেই দায়িত্ব সঠিক ভাবে পালন করতে। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা তলানিতে চলে গিয়েছে,  কেন্দ্রের তরফ থেকে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করা যায় কিনা।

তৃতীয় দফার মোদী মন্ত্রিসভার (Modi Ministry) কে কোন মন্ত্রক পাবে,  সেই দিকে নজর ছিল রাজনৈতিক মহলের। বিকেলে নতুন মন্ত্রিসভাকে নিয়ে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তারপরই জানা যায়, শিক্ষা মন্ত্রকের দায়িত্বে থাকছেন ওডিশার সাংসদ ধর্মেন্দ্র প্রধান। তাঁর ডেপুটি হয়ে মন্ত্রকের দায়িত্ব সামলাবেন বালুরঘাটের সাংসদ সুকান্ত। একই সঙ্গে উত্তরপূর্ব উন্নয়ন মন্ত্রকের (N প্রতিমন্ত্রীর দায়িত্বও তাঁকে দেওয়া হয়েছে। বাংলার আরেক সাংসদ বনগাঁর শান্তনু ঠাকুরও আগের বারের মতো এবারও কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকছেন।

ঘরের ছেলে সুকান্তের কাছে দক্ষিণ দিনাজপুরের আশা অনেক। গতকাল  তিনি শপথ নেওয়ার পরই উচ্ছ্বাসে ভাসে বালুরঘাট।  এদিন মোদী সরকারের প্রথম ক্যাবিনেট মিটিংয়ের পরেই দপ্তর বন্টনে, জোড়া মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় সুকান্তকে। শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী দায়িত্বের কথা ঘোষণা হতেই প্রবল উচ্ছ্বাস দেখা যায় তাঁর নিজের সংসদীয় কেন্দ্র বালুরঘাটে। সাংসদ হিসেবে এখানে রেলের উন্নয়নের খতিয়ান তুলে ধরেই এবারের নির্বাচনের বৈতরণী পার করেছেন সুকান্ত মজুমদার। আর এবার দেশের  সরকারের মন্ত্রী হয়ে তিনি বালুরঘাট তথা রাজ্যকে আরো সাজিয়ে তুলবেন বলে আশায় বুক বাধছেন সকলে।

আগের মন্ত্রিসভায় রাজ্য থেকে চার জন কেন্দ্রীয় মন্ত্র্রী ছিলেন। তাঁদের মধ্যে উত্তরবঙ্গ থেকে ছিলেন দু জন নিশীথ প্রামাণিক ও জন বার্লা। জন বার্লা এবার ভোটে টিকিট পাননি। নিশীথ প্রামাণিক হেরে গিয়েছেন। অন্য দিকে বাঁকুড়া থেকে মন্ত্রী থাকা সুভাষ সরকারও এবার সংসদে যেতে পারেননি। তবে জিতেছেন শান্তনু ঠাকুর। সারা রাজ্যে বিজেপির সাংসদ সংখ্যাও কমেছে। ফলে এবার কারা মন্ত্রী হয় সেদিকে সকলেরই নজর ছিল। গতকালই সুকান্ত ও শান্তনু শপথ নেওয়ায় পরিষ্কার হয়ে যায় আপাতত ২ জনই প্রতিমন্ত্রী হিসেবে ঠাঁই পাচ্ছেন মোদি মন্ত্রীসভায়। পূর্ণমন্ত্রী পদে গত মন্ত্রীসভার মতোই কেউ নেই।

Sabyasachi Bhattacharya

Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Dilip Ghosh | ‘রাজনীতিকে টা টা-বাই বাই!’ পরাজয়ের দুঃখ ভুলতেই এমন সিদ্ধান্তের পথে দিলীপ?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্য সভাপতি, সর্ব ভারতীয় সহ সভাপতি, সাংসদ একের পর এক ‘পদ’…

4 mins ago

Noida Shopping Mall Fire | বিধ্বংসী অগ্নিকাণ্ড নয়ডার শপিং মলে, আতঙ্কে হুড়োহুড়ি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধ্বংসী অগ্নিকাণ্ড নয়ডার শপিং মলে। শুক্রবার সকালে উত্তরপ্রদেশের নয়ডার একটি শপিং…

6 mins ago

Islampur | ইলুয়াবাড়িতে শিল্পহীন তালুক, ব্যবসায়ীদের বিরুদ্ধে পালটা অভিযোগ সরকারি সংস্থার

ইসলামপুর: ইসলামপুর ইলুয়াবাড়ি শিল্পতালুক যেন রূপকথা গল্পের সেই 'কুমিরছানা।' একাধিক ব্যবসায়ী জমি বাবদ সবমিলিয়ে প্রায়…

23 mins ago

Darjeeling landslide | দার্জিলিংয়ে ধস, প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, জারি সতর্কতা

শিলিগুড়ি: প্রবল বৃষ্টিতে দার্জিলিংয়ের লেবং কার্ট রোডে ধস (Darjeeling landslide) নেমে বিপত্তি। ক্ষতিগ্রস্ত হল দুটি…

26 mins ago

Naxalbari | বেহাল নকশালবাড়ি উপস্বাস্থকেন্দ্র, সাপের আতঙ্কে রোগীরা

নকশালবাড়ি: উপস্বাস্থকেন্দ্রের বেহাল দশায় ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের। সাপের ভয়ে রোগীরা স্বাস্থ্যকেন্দ্রমুখী হচ্ছেন না। এলাকার একমাত্র…

48 mins ago

TMC Leader Arrest | জমিকাণ্ডে গ্রেপ্তার শিলিগুড়ির আরও এক তৃণমূল নেতা

শিলিগুড়ি: সম্প্রতি সরকারি জমি জবরদখল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) কড়া বার্তার জের।…

57 mins ago

This website uses cookies.