উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জীবনের শেষ ম্যাচের ফল খুব একটা গৌরবজনক হলনা সুনীল ছেত্রীর (Sunil Chhetri) পক্ষে। বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে বৃহস্পতিবার যুবভারতী স্টেডিয়ামে কুয়েতের (Kuwait) সঙ্গে গোলশূন্য ড্র করে ভারত। ফলে তৃতীয় রাউন্ডে ওঠার সমস্যা খুবই ক্ষীণ হয়ে গেল ভারতের পক্ষে। এখন ভারতের সামনে উপায় অ্যাওয়ে ম্যাচে দোহায় কাতারকে হারানো। কিন্তু এমনটা কষ্টকল্পনাতেও আনতে পারছেন না ভারতীয় ফুটবলপ্রেমীরা (Indian Football)। ফলে বিশ্বকাপের (World Cub Football) যোগ্যতা অর্জন পর্ব থেকে ভারতের বিদায় প্রায় একপ্রকার নিশ্চিত বলাই যায়।
তবে এদিনের ম্যাচের আলাদা গুরুত্ব রয়েছে। এদিনই দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন সুনীল ছেত্রী। গ্যালারিতে প্রায় ৬০ হাজার দর্শক ছিল। সুনীলের জন্য ছিল প্রচুর সমর্থন। ক্লাব ফুটবলে কেউ বা মোহনবাগান সমর্থক, কেউ ইস্টবেঙ্গল, মহমেডান। কিন্তু এই ম্যাচে সবাই যেন ব্লু টাইগার্সদের পাশে। যদিও ম্যাচের আগেই সুনীল জানিয়েছিলেন আবেগ দূরে সরিয়ে জয়ের লক্ষ্যেই খেলতে নামবেন। খেলেছেনও তাই। শেষ ম্যাচেও সবচেয়ে বেশি পরিশ্রম করলেন তিনিই। সতীর্থরাও চেষ্টা করে গেলেন। কিন্তু সফল হননি। কুয়েতের বিরুদ্ধে ড্র দিয়েই নীল জার্সিতে কেরিয়ারের ইতি সুনীলের।
ম্যাচের প্রথম ১০ মিনিটের মধ্যে দারুন সুযোগ তৈরি করেছিল কুয়েত। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয় বল। তবে ১০ মিনিটের পর খেলার চালকের আসনে বসে ভারত। লিস্টন কোলাসো বল বাড়িয়েছিলেন, সুনীল ছেত্রী অবধি পৌঁছয়নি। তার আগেই প্রতিপক্ষ ডিফেন্স ক্লিয়ার করে। কর্নার থেকে সুযোগ। অনিরুদ্ধ থাপা দুর্দান্ত জায়গায় বল রেখেছিলেন, আনোয়ার আলি হেড করলেও তা ক্রসবারের উপর দিয়ে যায়। এরপর গোটা ম্যাচে সুযোগ তৈরি হল অনেক। কিন্তু গোল হয়নি। শেষ পর্যন্ত দেশকে জেতাতে না পারার আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হল ভারতীয় ফুটবলে কিংবদন্তি হয়ে যাওয়া এই ফুটবলারকে।

