Breaking News

আজ বাংলাদেশের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে চান সুনীলরা

কলকাতা: চিনের কাছে ৫-১ গোলে হারের গ্লানি কাটিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারতীয় দল। এশিয়ান গেমসের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে বৃহস্পতিবার খেলতে নামছেন সুনীল ছেত্রীরা। নানাবিধ নাটকের পর কোনওক্রমে খাড়া করা একটা দল নিয়ে প্রায় ২৪ ঘণ্টার ক্লান্তিকর সফরের পর বিনা বিশ্রামে মাঠে নেমে পড়তে হয় ফুটবলারদের। তারপরেও আয়ুষ দেব ছেত্রী, ব্রেস মিরান্ডা, ভিন্সি ব্যারেটোদের লড়াই মনে রাখার মতো। এমনকি বিরতির আগে একটা গোলও পেয়ে যায় ভারত। তবে ম্যাচের শেষদিকে যখন ফুটবলাররা আর দাঁড়াতে পারছিলেন না তখনই পরপর চার গোল।

হেড কোচ ইগর স্টিমাক পরিষ্কার বলেন, ‘বলতে পারেন, এটা আমাদের তৃতীয় বা চার নম্বর পছন্দের দল। আমি আমার সেরা দল নিয়ে একবার চিনের বিরুদ্ধে খেলতে চাই। তখন দেখবেন, সবকিছু ঠিক এর উলটো হবে। আমার যে ছেলেরা এখানে আছে, ওরা সত্যিই নায়কোচিত লড়াই করেছে।’ তিনি আরও বলেন, ‘কী না গেছে ওদের উপর দিয়ে। আসা নিয়ে সমস্যা, দেরিতে পৌঁছোনো, রিকভারির কোনও সময় না পাওয়া। এরপরেও প্রথম ৪৫ মিনিট ওরা অসাধারণ ফুটবল খেলেছে।’ তাঁর হাতে পরিবর্ত ফুটবলারও ছিল না। তাই যতই ড্র করার কথা ভাবনায় থাকুক, সেটা সম্ভব ছিল না বলে তিনি মেনে নিয়ে বলেন, ‘দেখুন বাস্তবে ড্র করা সত্যিই সম্ভব ছিল না। বেঞ্চে তিনজন মাত্র ফুটবলার। ফলে আমি কোনওরকম ট্যাকটিকাল পরিবর্তনও আনতে পারছিলাম না খেলায়। ফলে দ্বিতীয়ার্ধে ম্যাচ হাত থেকে বেরিয়ে যায়।’

তবে বাংলাদেশ ও মায়ানমারকে হারাতে পারলে তো এমনিতেই গ্রুপের দ্বিতীয় সেরা হয়ে ওঠার সুযোগ থাকছে। তা না হলেও ভারত শেষ ষোলোয় যেতে পারে ছয় দলের মধ্যে চার সেরা তৃতীয় স্থানাধীকারী হয়ে। মায়ানমার ইতিমধ্যেই বাংলাদেশকে হারিয়ে ভালো জায়গায় আছে। তাই আগে বাংলাদেশকে হারানোটা জরুরি সুনীলদের। ইতিমধ্যেই ডিফেন্স আরও একটু শক্তিশালী হয়েছে চিঙ্গলেসানা সিং পৌঁছে যাওয়ায়। তাঁকে শেষপর্যন্ত এক্সপ্রেস ভিসা করিয়ে পাঠানো হয়েছে বলে খবর। চিঙ্গলেসানার সঙ্গে পৌঁছেছেন নরেন্দর গেহলট, অনিকেত যাদব ও গুরকিরাত সিং। এদিকে, একইদিনে মহিলা ফুটবল দলও নামছে চাইনিজ তাইপের বিরুদ্ধে। চোটের জন্য তারকা গোলরক্ষক অদিতি চৌহান ছাড়া বাকি সবাইকেই এই ম্যাচে পাচ্ছেন থমাস ডেনারবি।

Sucharita Chanda

Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

রাম নাম সব নয় অযোধ্যার ভোটেও

রূপায়ণ ভট্টাচার্য, অযোধ্যা: জনস্রোতের মধ্যে দাঁড়িয়ে আছি রামপথে। রাম জন্মভূমিতে ঢোকার প্রধান গেটের ঠিক উলটোদিকে।…

7 mins ago

বাবার পরিচয়ে কিছু করিনি, বাবাও প্রশ্রয় দেননি

কুণাল সেন বাবার সবচেয়ে বড় সমালোচক যদি বলতে হয়, তাহলে সেই শিরোপা আমার প্রাপ্য। আমার…

27 mins ago

Sikkim | লাগামছাড়া গাড়ি ভাড়া, সিকিমকে কড়া চিঠি পর্যটনমন্ত্রকের

সানি সরকার, শিলিগুড়ি: সিকিমে (Sikkim) বেড়াতে গিয়ে ‘নিঃস্ব’ হয়ে ফেরার অভিযোগ নতুন নয়। মূলত গাড়ি…

48 mins ago

Cyclone Remal | ‘রেমাল’ কি আছড়ে পড়বে বঙ্গে? ভয় ধরাচ্ছে মে মাস

শিলিগুড়ি: ২০০৯ সালের ২৫ মে বাংলার উপকূলে আছড়ে পড়ে সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দিয়েছিল ‘আয়লা’।…

1 hour ago

Siliguri | রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির ফেলো শিলিগুড়ির সাত্ত্বিক

সানি সরকার, শিলিগুড়ি: বাইরের গ্রহের বায়ুমণ্ডল এবং পৃষ্ঠের রাসায়নিক বৈশিষ্ট্য নিয়ে তাঁর গবেষণাপত্র প্রকাশ করতে…

1 hour ago

IPL-2024 | গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিতল দিল্লি, লখনউকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলেন পন্থরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ঘরের মাঠে জয় দিয়ে আইপিএলের গ্রুপ লিগের যাত্রা শেষ করল দিল্লি…

10 hours ago

This website uses cookies.