উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অভিযান শুরুর সময় দেখা দিয়েছিল সমস্যা। পৃথিবীতে ফিরতেও ফের একবার সমস্যার মুখোমুখি ভারতীয় বংশোদ্ভূত নভোশ্চর সুনীতা উইলিয়ামস। ত্রুটি দেখা দিয়েছে মহাকাশযানে। তাই নির্ধারিত দিনে পৃথিবীতে ফিরতে পারছেন না সুনীতা ও তাঁর সঙ্গী। আমেরিকার গবেষণা সংস্থা নাসার পক্ষ থেকে জানান হয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীতে ফিরতে আরও সময় লাগবে সুনীতার। এই খবর সামনে আসতেই দেখা দিয়েছে উদ্বেগ।
অত্যাধুনিক ST-200 Boeng Starliner মহাকাশযানে চেপে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে যাত্রা করেছিলেন সুনীতা এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর। আন্তর্জাতিক স্পেস স্টেশনে তাঁরা পৌঁছন গত ৫ জুন। মোট ১০ দিন সেখানে গবেষণার কাজ করে গত ১৪ জুন তাঁদের পৃথিবীতে ফেরার কথা ছিল। বর্তমান পরিস্থিতিতে কবে তাঁরা ফিরবেন তা এখনও স্পষ্ট করে বলেনি নাসা। তবে নাসার তরফে আশ্বস্ত করা হয়েছে, খাবার-দাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্রের যথেষ্ট জোগান রয়েছে সেখানে। তাঁরা যদি আরও কিছুদিন থাকেন সমস্যা হবে না।
নাসার পক্ষ থেকে জানান হয়েছে, স্টারলাইনার মহাকাশযানটিতে গোলযোগ দেখা দিয়েছে। পৃথিবীতে ফেরার জন্য ওই মহাকাশযানে থ্রাস্টার হিসেবে ২৮টি ছোট রকেট ব্যবহার করা হবে। ওই রকেটগুলির ছিদ্রপথে বার বার বেরিয়ে আসছে হিলিয়াম। এখনও পর্যন্ত এই ঘটনা ঘটেছে পাঁচ বার। পৃথিবীতে নিরাপদে ফিরতে ১৪টি থ্রাস্টার ঠিক থাকা জরুরি। এছাড়াও প্রথমে এই অভিযানের বাজেট ছিল ৪২০ কোটি ডলার। কিন্তু এখনও পর্যন্ত খরচ হয়েছে ৫৩০ কোটি ডলার। অথচ সম্পূর্ণ হয়নি অভিযানটি।