উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ইতিহাস সৃষ্টি করতে চলেছেন সুনীতা উইলিয়ামস(Sunita Williams)। আসন্ন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে(US Presidential election) নিজের ভোট তিনি দেবেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে। আইএসএস-এর কমান্ডার সুনীতা পৃথিবী পৃষ্ঠের প্রায় ৪০০ কিলোমিটার দূর থেকে অংশ নিতে চলেছেন এবারের মার্কিন নির্বাচনে।
মহাকাশ থেকে ভোটদান প্রক্রিয়ার সূত্রপাত ১৯৯৭ সাল থেকে। ওই বছরেই টেক্সাস আইনসভা একটি বিল পাশ করে যাতে মহাকশচারীদের কক্ষপথ থেকেই ভোট দেওয়ার অনুমতি দেওয়া হয়। উল্লেখ্য, ডেভিড উলফ (David Wolf) প্রথম আমেরিকান মহাকাশচারী হিসাবে স্পেস থেকে নিজের ভোট দিয়েছিলেন। সম্প্রতি কেট রুবিনস(Kate Rubins) ২০২০ নির্বাচনে অংশ নিয়েছিলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন(ISS) থেকে।
এক্ষেত্রে, অন্যান্য মার্কিন নাগরিকরা বিদেশ থেকে যেভাবে ভোট দান প্রক্রিয়ায় অংশ নেন সেই একই পদ্ধতি অনুসরণ করবেন সুনীতাও, তবে তাঁর বহির্জাগতিক অবস্থানের জন্য কিছু বিশেষ পদ্ধতি অনুসরণ করতে হবে তাঁকে।
এক্ষেত্রে, অনুপস্থিত ব্যালটের (absentee ballot) অনুরোধ করার জন্য তিনি প্রথমে একটি ফেডারেল পোস্ট কার্ডের আবেদন সম্পূর্ণ করবেন। একবার তা প্রাপ্ত হলে, উইলিয়ামস আইএসএস(ISS) কম্পিউটার সিস্টেমে ইলেকট্রনিক ব্যালট পূরণ করবেন। এই ভোটিং প্রক্রিয়া নির্ভর করবে নাসার অত্যাধুনিক স্পেস কমিউনিকেশন অ্যান্ড নেভিগেশন(SCaN) প্রোগ্রামের ওপর।

