উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নাসার (NASA) মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams) বর্তমানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন(ISS)-এ রয়েছেন। তার পৃথিবীতে ফেরার দিন নানা কারণে পিছিয়ে যাচ্ছে। তবে তাতে কী? খোশমেজাজেই রয়েছেন তিনি। এদিন তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বজুড়ে উৎসব উদযাপনকারীদের সঙ্গে দীপাবলির শুভেচ্ছা ভাগ করে নেন৷
মহাকাশ থেকে রেকর্ড করা একটি ভিডিও বার্তায়, সুনীতা উইলিয়ামস পৃথিবীর ২৬০ মাইল ওপরে দীপাবলি পালন করার অনন্য অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, “আমি হোয়াইট হাউসে এবং সারা বিশ্বে আজ দীপাবলি উদযাপন করা সকলকে শুভ দীপাবলির উষ্ণ শুভেচ্ছা জানাতে চাই।”
হোয়াইট হাউসে(White House) দীপাবলি উদযাপনের সময় সুনীতার এই ভিডিও বার্তাটি চালানো হয়। সুনীতাও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দীপাবলি উৎসবে অংশগ্রহণের এবং ভারতীয়-আমেরিকান সম্প্রদায়ের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য।
এই বার্তায়, উইলিয়ামস তাঁর পরিবারে তাঁদের সাংস্কৃতিক ভিত্তি স্থাপনের জন্য তাঁর বাবার প্রচেষ্টার কথাও জানান। তিনি বলেন, “এই বছর আমি আইএসএস-এ পৃথিবীর ২৬০ মাইল ওপর থেকে দীপাবলি উদযাপন করার অনন্য সুযোগ পেয়েছি। আমার বাবা দীপাবলি এবং অন্যান্য ভারতীয় উৎসব সম্পর্কে আমাদের শেখানোর মাধ্যমে তাঁর সাংস্কৃতিক সত্ত্বা বজায় রেখেছিলেন এবং তা আমদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন।”