দার্জিলিং: দার্জিলিং হাসপাতালেই আক্রান্ত হলেন সহকারী সুপার। অভিযোগ, হাসপাতালের এক কর্মী সুপর্ণা রাই এদিন সহকারী সুপার উজ্জ্বল দে-র উপর হামলা চালান। হামলার জেরে বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ইতিমধ্যেই হামলাকারীকে হেপাজতে নিয়েছে বলে জানা গিয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ এফআইআরও দায়ের করেছে। জিটিএ-র ডেপুটি চেয়ারম্যান রাজেশ চৌহান আহত সহকারী সুপার উজ্জ্বল দে-কে দেখতে এদিন হাসপাতালে যান। তিনি জানান, এটি একটি দুঃখজনক ঘটনা, গোটা বিষয়টি জিটিএ-র চিফ এক্সিকিউটিভকে জানানো হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে একটি রিপোর্টও দাখিল করা হয়েছে।
Darjeeling | দার্জিলিং হাসপাতালে আক্রান্ত সুপার, অভিযুক্ত হাসপাতালেরই মহিলা কর্মী
শেষ আপডেট: