উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালের ২২ মে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং রাজাশেখর মান্থার বেঞ্চ রায় দিয়েছিল, ২০১০ সালের পর থেকে পশ্চিমবঙ্গে তৈরি হওয়া ওবিসি সার্টিফিকেট বাতিল (OBC Certificate Case) করার। এর রায়ের ফলে রাজ্যের প্রায় ১২ লক্ষ সার্টিফিকেট অকেজো হয়ে যায়। মঙ্গলবার সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলার শুনানি পিছিয়ে যেতেই, বহাল রইল হাইকোর্টের রায়।
মে মাসে যখন কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ওবিসি সার্টিফিকেট বালিত করে, সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে রাজ্য। পাশাপাশি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরও। এদিন শীর্ষ আদালতে ওবিসি শংসাপত্র মামলার শুনানি থাকলেও তা পিছিয়ে যায়। মামলার পরবর্তী শুনানি আগামী ২৮ জানুয়ারি। মামলার শুনানি পিছিয়ে যেতেই আপাতত ওবিসি শংসাপত্র নিয়ে বহাল থাকল কলকাতা হাইকোর্টের রায়।
উল্লেখ্য, হাইকোর্টর পর্যবেক্ষণ, রাজ্যে ওবিসিদের তালিকা তৈরির সময় কোনও সমীক্ষা করা হয়নি। রীতিমত কমিশনকে এড়িয়ে এই কাজ করা হয়েছে।