Tuesday, May 30, 2023
HomeBreaking Newsসুপ্রিম স্বস্তি আদানি গোষ্ঠীর, সেবির প্রাথমিক তদন্তে মেলেনি কর্পোরেট কারসাজির প্রমাণ    

সুপ্রিম স্বস্তি আদানি গোষ্ঠীর, সেবির প্রাথমিক তদন্তে মেলেনি কর্পোরেট কারসাজির প্রমাণ    

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কর্পোরেট কারসাজির অভিযোগে বিদ্ধ গৌতম আদানি ও তাঁর দাদা বিনোদ আদানি। বিষয়টি নিয়ে দীর্ঘ কয়েকমাস ধরে তোলপাড় দেশের রাজনীতি। বিস্তর জল ঘোলা হয়েছে বণিক মহলেও। এবার তাদের ক্লিন চিট দিল শীর্ষ আদালতের তৈরি কমিটি। বিরাট স্বস্তি পেলো আদানি গোষ্ঠী। হিন্ডেনবার্গ রিপোর্টের পর থেকেই জল্পনার কেন্দ্রে চলে এসেছিল আদানি গোষ্ঠী। এহেন পরিস্থিতিতে শীর্ষ আদালতের সিদ্ধান্তে নিশ্চিত ভাবেই কিছুটা আস্বস্ত হবেন আদানি গ্রুপের গ্রাহকরা।

প্যানেল জানিয়ে দিয়েছে আদানি গ্রুপ কোনও নিয়মের উলঙ্ঘন করেনি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে আদানি গোষ্ঠী শেয়ারবাজারকে প্রভাবিত করার কোনও চেষ্টা করেনি। অবৈধ বিনিয়োগের কোনও প্রমাণ পাওয়া যায়নি আদানির কোম্পানিতে। তবে সেই সঙ্গে এও জানিয়ে দেওয়া হয়েছে, যেহেতু সেবি এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে তাই এই সব সিদ্ধান্ত চূড়ান্ত নয়।

শীর্ষ আদালতে সেবি জানিয়েছে, আদানি গ্রুপের বিরুদ্ধে ২০১৬ সাল থেকেই বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা তদন্ত করছে বলে একটি পিটিশনে করা দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। একই সঙ্গে আদালতে ‘তদন্তের স্বার্থে’ আরও ছ’মাসের সময় চায় সেবি। তবে আদালত তিন মাসের বেশি সময় দিতে রাজি হয়নি বলেই খবর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments