নয়া দিল্লি: পক্ষপাতদুষ্ট প্রতিবেদন ও মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে এবার সরব হল দেশের শীর্ষ আদালত। কোনও মামলার বিষয়ে সংবাদমাধ্যমে পুলিশ যে তথ্য প্রকাশ করে, তার ভিত্তিতে মিডিয়া ট্রায়াল হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছে আদালত। এর জন্য, বুধবার স্বরাষ্ট্র মন্ত্রককে ফৌজদারি মামলাগুলির বিষয়ে পুলিশের মিডিয়া ব্রিফিংয়ের উপর একটি ম্যানুয়াল তৈরির নির্দেশ দিয়েছে আদালত। রাজ্যগুলির ডিজিপিদেরও তাঁদের পরামর্শ স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসিমা এবং বিচারপতি মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত বেঞ্চ মনে করছে, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে জনসাধারনের মনে অভিযুক্তদের সম্পর্কে নির্দিষ্ট ধারনা তৈরি হয় যা মামলার তদন্তকে প্রভাবিত করতে পারে। আদালতে জানানো হয়, সংবাদমাধ্যমকে কোনও ঘটনার প্রতিবেদন প্রকাশ করা থেকে আটকানো যায় না। তবে অনেক ক্ষেত্রেই সংবাদমাধ্যমের সূত্র হিসেবে সরকারি সংস্থাকে উল্লেখ করা হয়। কিন্তু সমস্যা হয় একই ঘটনার একাধিক বিবৃতি সংবাদমাধ্যমের কাছে পৌঁছয়। তাই কোনও ঘটনার একটাই মিডিয়া ব্রিফিং নিশ্চিত করতে চায় শীর্ষ আদালত। প্রধান বিচারপতি জানান, “মিডিয়া ট্রায়ালের প্রভাব পড়ে বিচার বিভাগের উপর। তদন্তের কোন পর্যায়ে মামলার বিশদ তথ্য প্রকাশ করা হবে, সেই বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া দরকার। ’ আদালতের নির্দেশ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে তিন মাসের মধ্যে গাইডলাইন তৈরি করতে হবে সুপ্রিম কোর্টকে। পুলিশকে সেই গাইডলাইন মেনে অপরাধমূলক ঘটনার ব্রিফিং করতে হবে।