উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। বাংলায় ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করার নির্দেশে স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। ফলে সিনেমাটি আবার দেখতে পাবেন বাংলার দর্শকরা। তবে সিনেমায় ৩২ হাজার জনের ধর্মান্তরণের যে সংখ্যার কথা বলা হয়েছে তা যথাযথ নয়, কাল্পনিক, এই মর্মে সিনেমার শুরুতে ডিসক্লেইমার দেওয়ার কথাও জানিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ।
সম্প্রতি সাংবাদিক সম্মেলন করে বিকৃত তথ্য পরিবেশনের অভিযোগ ও হিংসা ছড়ানোর আশঙ্কায় পশ্চিমবঙ্গে গত ৮ মে ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটির প্রদর্শন নিষিদ্ধ করে পশ্চিমবঙ্গ সরকার। যার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে মামলা করেন ছবির প্রযোজক বিপুল শাহ। সুপ্রিম কোর্টও এনিয়ে রাজ্যকে তাঁর বক্তব্য জানাতে বলে। গতকালই রাজ্যের তরফে নিষেধাজ্ঞার স্বপক্ষে তাদের বক্তব্য সুপ্রিম কোর্টে জানানো হয়। তারপরই এদিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এর আগে শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছিল সারা দেখে যেখানে সিনেমাটি চলছে সেখানে বাংলায় কেনও হিংসা হবে?
সারা দেশে রমরমিয়ে ব্যবসা করছে বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’। বিতর্ক তৈরি হলেও একের পর এর রেকর্ড কিন্তু, গড়ে চলেছে ছবিটি। বুধবার মুম্বইয়ে সাংবাদিক সন্মেলন করে দ্য কেরালা স্টোরির। পরিচালক, প্রযোজক থেকে অভিনেত্রী সকলেই সাংবাদিক সম্মেলন করেন। তাঁরা যে সত্য ঘটনার উপর নির্ভর করে ছবি তৈরি করছেন তা প্রমাণ করার জন্য ২৬ জন মহিলা যাদের আইসিস জঙ্গি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিল তাঁদের হাজির করা হয়। পরিচালক-প্রযোজকদের যুক্তিকে কোনও মতেই ‘প্রোপাগান্ডা’ ফিল্ম বলা চলে না।