উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2025) চলাকালীন ভবানীপুর এলাকার এক স্কুলে মঙ্গলবার দুপুরে আচমকা হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এদিন বিধানসভায় (Bidhan Sabha) যাওয়ার পথে তাঁর নজরে আসে স্কুলের বাইরে অভিভাবকেরা দাঁড়িয়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে তিনি গাড়ি থেকে নেমে সোজা চলে যান তাঁদের কাছে। সেরে নেন আলাপচারিতা। এরপর মুখ্যমন্ত্রীকে স্কুলের ভেতরে নিয়ে যান প্রিন্সিপাল।
জীবনের প্রথম বড় পরীক্ষা। স্কুলের গণ্ডি ছেড়ে অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে গিয়ে একদিকে যেমন পরীক্ষার্থীদের টেনশন থাকে, তেমনি চিন্তায় থাকেন তাদের অভিভাবকেরা। এই পরিস্থিতিতে অভিভাবকদের পাশে থাকতেই এদিন মুখ্যমন্ত্রী হঠাৎ করেই ভবানীপুর এলাকার এই স্কুলে হাজির হয়েছিলেন। যদিও প্রতি বছর পরীক্ষা চলাকালীনই তিনি কোনও না কোন স্কুলে যান। এবারেও তার ব্যতিক্রম হয়নি। এদিকে চোখের সামনে মুখ্যমন্ত্রীকে দেখে বেজায় খুশি হন অভিভাবকেরা। ছুটে আসেন স্কুলের প্রিন্সিপাল। তাঁকে ভেতরে নিয়ে গিয়ে স্কুলটি ঘুরিয়ে দেখান। কথা বলেন সংস্কার নিয়েও। মুখ্যমন্ত্রীও আশ্বাস দেন, পরীক্ষা শেষ হয়ে গেলে কাজের তালিকা তৈরি করে তাঁকে পাঠাতে। তারপর সংস্কার নিয়ে পদক্ষেপ নেবেন। মুখ্যমন্ত্রীর আন্তরিকতায় মুগ্ধ অভিভাবক থেকে প্রিন্সিপাল সকলেই।