Exclusive

Siliguri | সূর্যনগর মাঠে বহিরাগত দাপট, লাঠি হাতে নামার হুমকি স্থানীয়দের

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: দিনভর বহিরাগতদের দাপটে অতিষ্ঠ শিলিগুড়ির (Siliguri) ২৩ নম্বর ওয়ার্ডের ডাবগ্রামের (Dabgram) বাসিন্দারা। সূর্যনগর মাঠের (Suryanagar Ground) চারপাশ তো বটেই, ওয়ার্ডের কাউন্সিলারের বাড়ির সামনেও অবাধে ড্রাগস সেবন থেকে শুরু করে মোটরবাইকের স্টান্ট, মডিফায়েড সাইলেন্সার লাগিয়ে বিকট শব্দে বাইক ছুটছে। বহুদিনের এই সমস্যা নিয়ে প্রশাসন পদক্ষেপ না করায় ক্ষুব্ধ বাসিন্দারা।

অভিযোগ, থানায় ফোন করলে পুলিশ এসে চক্কর কেটে চলে যায়। কেউ অভিযোগ জানাতে গেলে পুলিশ উলটে তাঁকেই জেরা করতে শুরু করে। কাউন্সিলার লক্ষ্মী পালের বক্তব্য, ‘সিসিটিভি ক্যামেরা বসিয়ে নজরদারির জন্য শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষকে (এসজেডিএ) চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এখনও তা বসানো হয়নি। শিলিগুড়ি থানাতেও মাস পিটিশন করা হয়েছিল।’

পুরনিগমের মেয়র গৌতম দেব স্পষ্ট বলেছেন, ‘এসব আচরণ বরদাস্ত করা হবে না। আগে বাঘা যতীন পার্কে এটা হত। এখন সূর্যনগরে গিয়েছে। এই বিষয়ে পুলিশের সঙ্গে কথা হয়েছে। আমি নিজে এলাকায় যাব। কঠোর হাতে এর মোকাবিলা করা হবে।’ এসজেডিএ’র চেয়ারম্যান সৌরভ চক্রবর্তীর বক্তব্য, ‘বিভিন্ন ওয়ার্ডে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। ২৩ নম্বর ওয়ার্ডেও বসবে।’

সূর্যনগর মাঠে প্রচুর মানুষ প্রাতর্ভ্রমণ থেকে শুরু করে সন্ধ্যায় হাঁটতে বের হন। প্রচুর ছেলেমেয়ে প্রতিদিন মাঠে ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে বিভিন্ন খেলাধুলা করে। এরই মধ্যে কিছু বহিরাগত ছেলেমেয়ে দিনভর মাঠের চারদিকে এবং প্রয়াত কাউন্সিলার কৃষ্ণচন্দ্র পালের মূর্তির পিছন দিকের রাস্তায় ভিড় করে। এই আড্ডাস্থলের খুব কাছেই কাউন্সিলার লক্ষ্মী পালের বাড়ি। বাসিন্দারা জানিয়েছেন, সকাল ১০টা থেকেই বহিরাগতদের মাঠের চারদিকে আড্ডা শুরু হয়।

আর কী চলে?

সাইলেন্সার পাইপ খোলা মোটরবাইক নিয়ে মাঠের চারদিকে প্রচণ্ড গতিতে চক্কর কাটে বহিরাগতরা। গাড়িগুলিতে বিকট শব্দ হয়। যাতে বাসিন্দাদের কান ঝালাপালা হওয়ার অবস্থা। সকালে শুরু হওয়া সেই আড্ডা দুপুর, বিকেল গড়িয়ে রাত পর্যন্ত চলছে। সন্ধ্যা হলেই আবার মদ, গাঁজা সহ বিভিন্ন মাদকের ছড়াছড়ি। অভিযোগ, ড্রাগস প্যাডলাররাও এখানে প্রতিদিন আড্ডার ছলে নেশার সামগ্রী অন্যদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। নিয়মিত সিগারেট, গাঁজা সহ অন্য মাদকের গন্ধে ভরছে চারদিক।

স্থানীয় কিছু মহিলা পরিস্থিতি সামলাতে লাঠি হাতে ময়দানে নামার হুমকি দিয়েছেন। এসব থেকে নিস্তার পেতে প্রশাসনের নিয়মিত নজরদারি চাইছেন এলাকার বাসিন্দারা।

Kuhelika Barman

Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Lok Sabha Elections 2024 | দিনভর বিক্ষিপ্ত উত্তেজনা! দিনের শেষে শান্তিতেই ভোট, দাবি কমিশনের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিক্ষিপ্ত কিছু উত্তেজনার ঘটনা ছাড়া মোটের উপর শান্তিতেই মিটল পঞ্চম দফার…

24 mins ago

Bengal Police | পঞ্চম দফা ভোটের দিনই অপসারিত পশ্চিম মেদিনীপুরের এসপি, খোঁচা অভিষেকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের (Lok Sabha Election 2024) আবহে রাজ্য পুলিশে (Bengal Police) রদবদল…

1 hour ago

NBU Researcher Death | গবেষক ছাত্রীর রহস্যমৃত্যুতে অধ্যাপকের হাত! অভিযোগ ঘিরে বিক্ষোভ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে

শিলিগুড়ি: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতে এসে মর্মান্তিক মৃত্যু হয় তরুণী ছাত্রী ববিতা দত্তের। বিশ্ববিদ্যালয়ের পাশেই…

1 hour ago

Asansol | দামোদর নদীতে ডুবে মৃত্যু স্কুল পড়ুয়ার,শোকের ছায়া এলাকাজুড়ে

আসানসোল: বন্ধুদের সঙ্গে দামোদর নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক স্কুল পড়ুয়ার।…

1 hour ago

Maoist Attack | ওডিশার জঙ্গলে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই, জখম জওয়ান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের আগেই উত্তপ্ত ওডিশা। সোমবার কালাহান্ডি লোকসভা কেন্দ্রের অন্তর্গত নুয়াপাড়ার পাহাড়,…

1 hour ago

Researcher Death | মর্মান্তিক পরিণতি গবেষক ছাত্রীর! সুবিচার চেয়ে অবরোধ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের

তুফানগঞ্জ: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক (North Bengal University Researcher) ববিতা দত্তের মৃত্যুর (Researcher Death) ঘটনায় সুবিচারের…

2 hours ago

This website uses cookies.