উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় (Sushant Singh Rajput Case) স্বস্তিতে অভিনেত্রী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) ও তাঁর পরিবার। শুক্রবার সিবিআইকে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, কেবলমাত্র হাই প্রোফাইলের মামলা হওয়ার কারণে রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবারের পক্ষে দেওয়া বম্বে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানানো যায় না।
২০২০ সালের ১৪ জুন মৃত্যু হয় সুশান্তের। বলিউড অভিনেতার মৃত্যু প্রথম থেকেই ধোঁয়াশায় ঘেরা ছিল। ঘটনাকে সামনে রেখে মাদক মামলায় গ্রেপ্তার হন সুশান্তের বান্ধবী রিয়া। গ্রেপ্তার করা হয় অভিনেত্রীর ভাইকেও। অভিনেত্রী ও তাঁর পরিবারের বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করেছিল সিবিআই (CBI)। যা বাতিল হয়ে যায় বম্বে হাইকোর্টে। এরপরই বম্বে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানানো হয় সুপ্রিম কোর্টে (Supreme Court)।
প্রথম থেকেই সুশান্তের মৃত্যু নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। অভিযোগ ওঠে, সুশান্তের মৃত্যুর নেপথ্যে রয়েছেন বান্ধবী রিয়া। পরে মাদককাণ্ডে নাম জড়ায় তাঁর। হাজতবাসও করেন তিনি। পরে তাঁকে জামিন দেওয়া হয়।