উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ভোপাল জেলের হাই-সিকিউরিটি সেলের কাছে উদ্ধার সন্দেহজনক চিনা ড্রোন। বুধবার সন্ধ্যায় এক নিরাপত্তারক্ষী টহল দেওয়ার সময় ড্রোনটিকে মাটিতে পড়ে থাকতে দেখেন। ভোপাল কেন্দ্রীয় কারাগারকে ভারতের সবচেয়ে স্পর্শকাতর কারাগার হিসেবে গণ্য করা হয়। কারণ এখানকার ওই হাই-সিকিউরিটি সেলে রাখা হয়েছে সিমি, হিজবুত তাহরীর (এইচইউটি), পিএফআই, আইএসআইএস এবং জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর মতো সংগঠনের প্রায় ৭০ জন জঙ্গিকে।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সন্ধ্যায় এক নিরাপত্তারক্ষী ওই সেলের কাছে টহল দিচ্ছিলেন, সেই সময় তিনি দেখেন একটি ড্রোন পড়ে আছে। তিনি বিষয়টি সঙ্গে সঙ্গে জেল সুপারের নজরে আনেন। তা পরীক্ষা করে দেখা যায়, সেটি চিনে তৈরি। প্রজাতন্ত্র দিবসের আগে এই ঘটনায় চিন্তারভাঁজ জেল কর্তৃপক্ষের কপালে। হাই-অ্যালার্ট জারি করা হয়েছে। কারা, কী উদ্দেশ্যে ড্রোন ওড়াচ্ছিল, কোনও নাশকতার ছক রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।