মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

Nobel Prize 2025 | ধাতব জৈব কাঠামো সংক্রান্ত গবেষণায় অগ্রণী ভূমিকা, রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ধাতব জৈব কাঠামো বা মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্কস (MOFs) তৈরি সংক্রান্ত গবেষণায় অগ্রণী ভূমিকা। এর জন্য ২০২৫ সালে রসায়নে নোবেল পুরস্কার (Nobel Prize 2025) পেলেন তিন বিজ্ঞানী সুসুমু কিটাগাওয়া (Susumu Kitagawa), রিচার্ড রবসন (Richard Robson) এবং ওমর এম ইয়াঘি (Omar M. Yaghi)। বুধবার ‘রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস’ রসায়নে (Chemistry) নোবেল পুরস্কারজয়ী এই তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করেছে।

নোবেল কমিটির তরফে জানানো হয়েছে, ‘ধাতব-জৈব কাঠামোর বিকাশের জন্য’ এই তিন বিজ্ঞানীকে সম্মানিত করা হচ্ছে। তাঁরা বিশ্লেষণ করে দেখিয়েছেন যে, এই ন্যানোস্কোপিক কাঠামোগুলি গ্যাস এবং অণুগুলিকে আটকাতে, সঞ্চয় করতে এবং পরিচালনা করতে পারে। এমওএফ-গুলি কার্বন ডাই-অক্সাইড, মিথেন, জলীয় বাষ্পের মতো গ্যাসগুলিকে ক্ষুদ্র গহ্বরের মধ্য দিয়েও প্রবাহিত করাতে সক্ষম। তাছাড়াও জল বিশুদ্ধকরণ থেকে শুরু করে রাসায়নিক বিক্রিয়ায় অনুঘটক হিসেবে এবং হাইড্রোজেন জ্বালানি সংরক্ষণের মতো কার্য সম্পাদন করতেও সাহায্য করে। ‘রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস’ জানিয়েছে, ১ কোটি ১০ লক্ষ সুইডিশ ক্রোনা অর্থপুরস্কার তিন নোবেলজয়ী বিজ্ঞানীর মধ্যে সমানভাবে বণ্টন করা হবে।

জানা গিয়েছে, রসায়নে নোবেলজয়ী সুসুমু কিটাগাওয়া জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, রিচার্ড রবসন অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী হিসেবে কর্মরত ওমর এম ইয়াঘি। ২০২৫ সালে রসায়নে নোবেলজয়ী এই বিজ্ঞানীদের কাজ কেবল পদার্থবিজ্ঞানকে রূপান্তরিত করেনি, বরং মানবজাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশগত এবং শক্তি সম্পর্কিত চ্যালেঞ্জগুলির টেকসই সমাধানের পথও প্রশস্ত করেছে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Partha Chatterjee | বাড়িতে পৌঁছতেই পার্থকে বরণ আত্মীয়দের, সত্যের জয় হবে বলে আশা প্রকাশ প্রাক্তন শিক্ষামন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২২ থেকে ২০২৫-এর নভেম্বর পর্যন্ত...

CM Mamata Banerjee | ১১০টি মোবাইল মেডিকেল ইউনিটের উদ্বোধন মুখ্যমন্ত্রীর, কী সুবিধে মিলবে এতে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের প্রত্যন্ত গ্রাম থেকে পাহাড়ি...

Tight security at Eden | বাড়তি সতর্কতা ইডেনে! আঁটসাঁট নিরাপত্তার বলয়ে ১৪ নভেম্বর থেকে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর দেশের...

Delhi Blast | বিস্ফোরণের আগেই লখনউ থেকে গ্রেপ্তার হন শাহিন শাহিদ! ভারতে জইশের মহিলা শাখার দায়িত্বে ছিলেন এই মহিলা চিকিৎসক?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লি বিস্ফোরণের (Delhi Blast) আগেই...