Thursday, June 1, 2023
HomeBreaking News২৪ ঘণ্টা কাটতে না কাটতে অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টে ফের মামলা শুভেন্দুর!

২৪ ঘণ্টা কাটতে না কাটতে অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টে ফের মামলা শুভেন্দুর!

কলকাতা: ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত মাসে নবজোয়ার যাত্রা শুরু করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে প্রচুর পুলিশ মোতায়েন করা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন শুভেন্দু। তাঁর অভিযোগ, দলীয় ভোটে কেন এত পুলিশ রাখা হবে? পুলিশ ব্যবহারের জন্য কি সরকারি খাতে টাকা জমা করেছে ওই দল? নাম না করে তৃণমূলকে নিশানা করে মামলা করেন বিরোধী দলনেতা। তাঁর আরও অভিযোগ, এই বিষয়ে রাজ্যের ডিজিকে চিঠি লিখেও কোনও উত্তর পাননি।

প্রসঙ্গত, এর আগে হাইকোর্টে অভিষেকের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেন শুভেন্দু। চলতি মাসে উত্তর দিনাজপুরের ইটাহার ও মুর্শিদাবাদের ফরাক্কায় জাতীয় সড়কে মিছিল করেছেন অভিষেক। শুভেন্দু দায়ের করা জনস্বার্থ মামলায় বলা হয়, জাতীয় সড়ক আইন অনুযায়ী অনুমতি না নিয়ে কেউ রাস্তা আটকে মিছিল করতে পারবে না। কিন্তু ইটাহার ও ফরাক্কায় রাস্তা আটকে অভিষেকের মিছিল হয়েছে। সেই নিয়ে মামলা দায়ের হয়। আদালত সেই মামলা গ্রহণ করে। জুনের দ্বিতীয় সপ্তাহে সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এরপর ফের এত সংখ্যক পুলিশ মোতায়েন নিয়ে মামলা করা হল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments