উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার অর্থাৎ আজ উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এদিকে এদিনই উত্তরবঙ্গে বিজেপির ‘তিরঙ্গা যাত্রা’য় অংশগ্রহণ করতে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)এর সাফল্য উদযাপন করতে এবং ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে দেশজুড়ে ‘তিরঙ্গা যাত্রা’র কর্মসূচি নিয়েছে বিজেপি (BJP)। সেই মিছিলেই এদিন জলপাইগুড়ির বানারহাটে থাকার কথা বিরোধী দলনেতার। থাকার কথা সাংসদ মনোজ টিগ্গারও। দুই হেভিওয়েটের সফর গিরে সরগরম উত্তরবঙ্গ।
এদিকে এদিনই উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনদিনের কর্মসূচি রয়েছে তাঁর। এদিন উত্তরবঙ্গের বিভিন্ন শিল্পপতির সঙ্গে সরাসরি বৈঠকে বসবেন মমতা। শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে ‘সিনার্জি’ অনুষ্ঠানে যোগ দেবেন। মঙ্গলবার ভিডিওকন গ্রাউন্ডে রয়েছে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান। বুধবার উত্তরকন্যায় একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করার কথা মুখ্যমন্ত্রীর। মমতার সফরের আগে সেজে উঠছে শিলিগুড়ি। পোস্টার, ব্যানার, ফ্লেক্সে ছয়লাপ। অন্যদিকে বানারহাটে গেরুয়া পতাকায় মুড়ছে রাস্তা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, প্রাক্তন বিজেপি সাংসদ জন বারলার তৃণমূলে যোগ দেওয়ার পরই চা বলয়ে এমন কর্মসূচিতে হাজির হয়ে শুভেন্দু যেমন একদিকে দলের সংগঠনকে চাঙ্গা রাখতে চাইছেন, তেমনই উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীকে খোলা ময়দানও ছাড়তে চাইছেন না তিনি।