উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের ফুটবল দলের প্রাক্তন ম্যানেজার সেন গোরান এরিকসন প্রয়াত। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। এরিকসনই ইংল্যান্ডের প্রথম বিদেশি ম্যানেজার। ২০০১ থেকে ২০০৬- এই সময়ে তাঁর কোচিংয়ে দল তিনটি টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছিল।
সোমবার সকালে নিজের বাড়িতে এরিকসনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ব্রিটেনের একটি সংবাদ মাধ্যম। তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর চিকিৎসা চলছিল। চলতি বছরের জানুয়ারিতে এরিকসন প্রকাশ করেছিলেন, তিনি টার্মিনাল ক্যানসারে আক্রান্ত এবং সর্বোচ্চ এক বছর বেঁচে থাকতে পারেন। অসুস্থতা ধরা পরায় তিনি সুইডেনের কার্লস্টাডে ক্রীড়া পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন।
ম্যানেজার হিসেবে এরিকসন চার দশকের বেশি সময় কাজ করেছেন। ১২টি ক্লাবকে কোচিং করিয়েছেন তিনি। এই সময়ে ১৮টি ট্রফি জিতেছেন। ১৯৮২ সালে এরিকসন গোটেবর্গকে সাফল্য এনে দেন। যার জেরে তাঁকে বেনফিকার ম্যানেজার নিযুক্ত করা হয়। বেনফিকাকে লিগ শিরোপা জেতান। এছাড়া ১৯৮৩ সালে উয়েফা কাপের ফাইনালে পৌঁছে দেন। এরপর রোমা, ফিওরেন্তিনাকেও কোচিং করান তিনি। ১৯৮৯ সালে ফের বেনফিকার কোচ হন এরিকসন। পর্তুগিজ ক্লাবটিকে আরেকটি লিগ শিরোপা জেতান। ১৯৯০-এ ইউরোপিয়ান কাপের ফাইনালে উঠলেও হেরে যায় তাঁর দল। ম্যানচেস্টার সিটি, সাম্পডোরিয়া, লাজিওকেও কোচিং করিয়েছেন এরিকসন।