উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এক অভিনেত্রীকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে পরিচালক অরিন্দম শীলের (Arindam Sil) বিরুদ্ধে। ডিরেক্টর্স গিল্ড থেকে সাসপেন্ড করা হয়েছে তাঁকে। ইতিমধ্যেই মেল মারফত পরিচালককে সাসপেনশনের নোটিশ পাঠানো হয়েছে। এদিকে পরিচালক সাসপেন্ড হতেই তীব্র কটাক্ষ করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। মূলত ২০ বছর ধরে জমে থাকা নিজের ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় পরিচালকের সাসপেনশনের মেল শেয়ার করে স্বস্তিকা লেখেন, ‘পাপের ঘড়া উলটোয়। ভেবেছিলাম বোধহয় নিজের জীবনে দেখে যেতে পারব না। ভগবান তুমি এই কথাটুকু যে রেখেছ। এই অনেক। ২০ বছর সময় লাগল, সে লাগুক। আমাদের জগতের সমস্ত মেয়েদের বলছি। সময় এসেছে, সম্মান দখল করার। আর ভয় নয়। গলা তুলে, আঙুল তুলে চিৎকার করে নোংরা লোকগুলোর মুখোশ টেনে ছিড়তে হবে। সবাই বেড়িয়ে এসো। হাত ধরে একসঙ্গে সোচ্চার হই। এটা আমাদের মৌলিক অধিকার।’
এদিকে নিজের সাসপেনশনের ব্যাপারে প্রতিক্রিয়া দিয়ে অরিন্দম বলেন, ‘আমাকে বলা হয়েছে, শুটিং সেটে একটি শট বোঝাতে গিয়ে আমি অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণ করেছি। কিন্তু সেই সময় সেটের বাকি সকলে সেখানেই উপস্থিত ছিলেন। এমনকি অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ও ছিলেন। যা হয়েছিল তা সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবেই হয়েছিল।’ তিনি আরও বলেন, ‘শুক্রবার এব্যাপারে মহিলা কমিশনে গিয়ে কথাও বলেছি। এমনকি এও জানিয়েছি, আমার আচরণে যদি অভিনেত্রী অপমানিত হয়ে থাকেন, তাহলে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। কিন্তু ডিরেক্টর্স গিল্ড আমার সঙ্গে কথা না বলেই এই সিদ্ধান্ত নিয়েছে।’ অন্যদিকে ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, যতদিন না পর্যন্ত পরিচালকের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা প্রমাণিত হচ্ছে, ততদিন এই সিদ্ধান্ত বহাল থাকবে।