তমালিকা দে, শিলিগুড়ি: দার্জিলিংয়ে (Darjeeling) প্রথমবার ‘দ্য ফাইনাল কাউন্টডাউন’ গানে ঝড় তুলতে সুইডিশ রক ব্যান্ড ‘ইউরোপ’ (Europe) আসছে। কাঞ্চনজঙ্ঘাকে সামনে রেখে পাহাড়ের বুকে এই ব্যান্ডকে দার্জিলিং মেলো টি ফেস্ট-এ (Darjeeling Melo Tea Fest) দেখা যাবে। জনপ্রিয় এই রক ব্যান্ডের গান শুনতে ইতিমধ্যে ফ্যানেরা কাউন্টডাউন শুরু করেছেন। সুইডিশ রক ব্যান্ড পাহাড়ে গান করতে এলে এখানের ফোক গানের সঙ্গে পরিচিত হতে পারবে। ফলে সংস্কৃতি আদানপ্রদানে পর্যটনের ওপর ইতিবাচক প্রভাব পড়বে বলে পর্যটন বিশেষজ্ঞরা মনে করছেন। পর্যটন বিশেষজ্ঞ তথা অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের (অ্যাক্ট) কনভেনর রাজ বসু বলেন, ‘যে কোনও জায়গায় সংস্কৃতির উপর পর্যটনশিল্পের উন্নয়ন অনেকটা নির্ভর করে। সুইডিশ ব্যান্ড দার্জিলিংয়ে প্রথমবার কনসার্ট করতে আসছে। এটা পর্যটনের জন্য ভালো দিক। কারণ ইংলিশ রক মিউজিকের প্রতি নতুন প্রজন্মের বড় অংশের আগ্রহ রয়েছে। দার্জিলিংয়ে এই ফেস্টিভালে রক ব্যান্ডের কনসার্ট রয়েছে জেনে বাইরে থেকে অনেকে দেখতে আসবে। পাশাপাশি সুইডিশ ব্যান্ডের (Swedish band) শিল্পীরা দার্জিলিংয়ের সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারবেন।’
বিশ্ববাসীর কাছে পাহাড়ের পর্যটনশিল্পকে তুলে ধরতে বিভিন্ন রকমের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। যেখানে পাহাড়ের সংস্কৃতি, হস্তশিল্প, খাবার ও পোশাক সবকিছু তুলে ধরা হবে। দ্বিতীয়বর্ষের দার্জিলিং মেলো টি ফেস্ট-এ খাবার, ট্রেকিং, অ্যাডভেঞ্চার ট্যুরিজম, পোশাক ও হস্তশিল্পের বিভিন্ন সম্ভার আছে। এই ফেস্টিভালে অংশগ্রহণ করতে দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণকারীরা এসেছেন। এছাড়া বিশ্বখ্যাত ‘ইউরোপ’ ব্যান্ডের অনুষ্ঠান থাকছে। সংগীতচর্চায় যে পাহাড়ের বিশেষ আগ্রহ রয়েছে তা বিভিন্ন সময় বোঝা গিয়েছে। চলতি বছর মে মাসে দার্জিলিংয়ের জনপ্রিয় নেপালি রক ব্যান্ড ‘মন্ত্র’ আমেরিকার ১০টি শহরের কনসার্টে ব্যাপক সাড়া ফেলেছিল। সম্প্রতি রোহিণীতে আয়োজিত ‘পাইন ট্রি ফেস্টিভাল’-এ দেশের বিভিন্ন জায়গার সংগীতশিল্পীরা রক গানে ঝড় তুলেছেন। বিশেষত পাহাড়ে ইংলিশ রক ব্যান্ডের ব্যাপক জনপ্রিয়তা আছে।
ডিসেম্বরের ১৮-২২ এই পাঁচদিন দার্জিলিং মেলো টি ফেস্ট-এ বিভিন্ন রকমের অনুষ্ঠান চলবে। ১৯ ডিসেম্বর চৌরাস্তাতে রাত আটটায় ‘ইউরোপ’ ব্যান্ডের কনসার্ট অনুষ্ঠিত হবে। সুইডিশ এই ব্যান্ডের কনসার্ট নিয়ে পাহাড়ের ‘মন্ত্র’ ব্যান্ডের গিটারবাদক প্রজ্ঞা লামার বক্তব্য, ‘পাহাড়ের রক ব্যান্ডের গান শোনার আগ্রহ নতুন প্রজন্মের অনেকে রয়েছে। দার্জিলিংয়ের মাটিতে এবার সুইডিশ ব্যান্ডের গান শোনার সুযোগ হবে। পাশাপাশি এই ফেস্টিভালে আমাদের কনসার্টও হবে। পাহাড়ি ফোক ও সুইডিশ সুরে এই ফেস্টিভাল অন্য মাত্রা আনবে বলে আমরা আশাবাদী।’
সুইডিশ ব্যান্ডের কনসার্ট পাহাড়ে হবে জেনে ইতিমধ্যে অনেকে দার্জিলিংয়ের আসার জন্য হোটেল বুকিং করেছেন বলে এই অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন। আয়োজকদের তরফে বিশান গুরুং জানান, ফেস্টিভালের মূল আকর্ষণ ইউরোপ ব্যান্ড। এই অনুষ্ঠান নিয়ে অ্যাক্টের পাশাপাশি দার্জিলিং পুলিশের তরফে প্রচার করা হচ্ছে।
ডিসেম্বর মাসে পাহাড়ে বড়দিন উদযাপনের পাশাপাশি মেলো টি ফেস্ট-ও পর্যটকদের ঘুরতে আসার কারণ হয়ে উঠেছে। এধরনের অনুষ্ঠান যে দেশ-বিদেশের পর্যটকদের আরও বেশি আকর্ষণ করবে তা নিয়ে পর্যটন ব্যবসায়ীরা নিশ্চিত। ইতিমধ্যে জোরকদমে এই অনুষ্ঠানের প্রচার শুরু হয়েছে।