Thursday, June 27, 2024
HomeTop NewsT-20 World cup 2024 | খেল দেখালেন পন্থ! বাংলাদেশকে গোহারা হারিয়ে টি-২০...

T-20 World cup 2024 | খেল দেখালেন পন্থ! বাংলাদেশকে গোহারা হারিয়ে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি সারল ভারত  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দাঁড়াতেই পারলেন না টাইগার ব্যাটাররা। বাংলাদেশকে গোহারা হারিয়ে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি সারল ভারত। প্রতিবেশী রাষ্ট্রকে হারিয়ে চওড়া হাসি ভারতীয় বোলারদের। আমেরিকার পিচে বলে আগুন ছড়ালেন আরশদীপ সিং, বুমরাহ, সিরাজ ও হার্দিক পান্ডিয়া। এদিন প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২০ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। ৬২ রানে ম্যাচ জেতে ভারত।

এদিন নিউ ইয়র্কের নাসাই কাউন্টি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুক্রবার দলের সঙ্গে যোগ দিলেও প্রস্তুতি ম্যাচে খেলেননি বিরাট কোহলি। এদিন রোহিত ওপেন করতে নামেন যশস্বী জয়সওয়ালের বদলে সঞ্জু স্যামসনকে নিয়ে। প্রথম ওভার থেকেই বোঝা গেল, এই পিচে চোখ বন্ধ করে বড় শট খেলা সহজ হবে না। বাঁহাতি শরিফুল ইসলামের কিছু বল পিচে পড়ে লাফাচ্ছিল। শরিফুলের বলে ১ রান করে আউট হন আইপিএলে ঝড় তোলা সঞ্জু। তিন নম্বরে ব্যাট করতে নামেন ঋষভ পন্থ। কয়েকটি বড় শট খেলে ২৩ রান করে আউট হন রোহিত। গাড়ি দুর্ঘটনার পরে চোট সারিয়ে ফিরে এই প্রথম দেশের জার্সিতে নামলেন পন্থ। প্রথম ম্যাচেই বুঝিয়ে দিলেন, এই দলে কতটা গুরুত্বপূর্ণ ক্রিকেটার তিনি। উইকেটের চার দিকে শট খেললেন তিনি। ৩২ বলে ৫৩ রান করে অবসর আউট হন ঋষভ পন্থ।

আইপিএলে সফল হলেও এদিন ব্যর্থ হলেন শিবম দুবে। পাঁচ নম্বরে নেমে ১৬ বলে ১৪ রান করে খতম হল তাঁর ইনিংস। সূর্যকুমার যাদব বেশ কয়েকটি ভাল শট খেলেন। ১৮ বলে ৩১ রান করে আউট হন তিনি।

তনবীর ইসলামের এক ওভারে পর পর তিন বলে তিনটি ছক্কা মারেন হার্দিক পান্ডিয়া। ২৩ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন হার্দিক। রবীন্দ্র জাডেজা ৪ রান করেন। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান করে ভারত। বাংলাদেশের অভিজ্ঞ শাকিব আল হাসানও ৪ ওভারে দেন ৪৭ রান। তবে ভালো বল করেছেন শরিফুল। তাঁর পেস ও বাউন্স সমস্যায় পড়তে হয়েছিল ভারতীয় ব্যাটারদের।

১৮৩ রান তাড়া করতে নেমে প্রথমেই মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের ব্যাটাররা। আরশদীপ সিংয়ের বলে শূন্য রানে আউট হন সৌম্য সরকার। আরশদীপের দ্বিতীয় ওভারে আউট হন লিটন দাস। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও শূন্য রানে আউট হন। তাঁর উইকেট নেন মহম্মদ সিরাজ। ৪১ রানে ৫ উইকেট পড়ে যায় বাংলাদেশের। রানের গতি সচল রাখার কিছুটা প্রয়াস চালান দুই অভিজ্ঞ ব্যাটার শাকিব ও মাহমুদুল্লা। সেটাও বেশিক্ষণ স্থায়ী হয়নি। হার্দিকের ওভারে হাত খোলেন মাহমুদুল্লা। কয়েকটি বড় শট মারেন তিনি। কিন্তু তত ক্ষণে জরুরি রানরেট অনেক বেড়ে গিয়েছিল। ৫০ রানের জুটি বাঁধেন দুই ব্যাটার। বুমরার বলে ২৮ রান করে আউট হন শাকিব। মাহমুদুল্লা ৪০ রানে অবসর আউট হন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২০ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। ৬২ রানে ম্যাচ জেতে ভারত।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Rss | জলা বুজিয়ে আসানসোলে আরএসএস দপ্তর! মুখ্যমন্ত্রীর অভিযোগ পেয়েই তৎপর প্রশাসন

0
আসানসোল: রাজ্য জুড়ে বেআইনি জবরদখল নিয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নবান্নে আরও এক দফায় বৈঠক করেন। নবান্নের সেই বৈঠকেই উঠে আসে আসানসোলে...

TMCP Protest | নিট ও নেট-এ দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী-এনটিএ চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে টিএমসিপি’র...

0
কোচবিহার: নিট (NEET) ও নেট (NET)-এ দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) ও এনটিএ’র (NTA) চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভে শামিল হল তৃণমূল...

Bjp | মহিলা বিজেপি নেত্রীকে বিবস্ত্র করে মার! কাঠগড়ায় তৃণমূল

0
ঘোকসাডাঙ্গা: বিজেপির সংখ্যালঘু নেত্রীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মাথাভাঙ্গা ২ ব্লকের ঘটনা। বর্তমানে ওই বিজেপি নেত্রী কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজ ও...

Raiganj | ধর্ষণের চেষ্টা! থানায় অভিযোগ করায় দুষ্কৃতীদের হুমকিতে ঘরছাড়া গৃহবধূ

0
রায়গঞ্জ: এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল বলে প্রতিবেশী দু’জনের বিরুদ্ধে অভিযোগ। ঘটনায় রায়গঞ্জ থানায় (Raiganj police station) অভিযোগ দায়ের করেন মহিলা। এদিকে অভিযোগ...

Harishchandrapur | সোশ্যাল মিডিয়ায় তরুণীর অশ্লীল ছবি ভাইরাল করার অভিযোগে উত্তেজনা

0
হরিশ্চন্দ্রপুর: এক তরুণীর অশ্লীল ছবি ভাইরাল করার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ালো। জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুরের (Harishchandrapur) কুশিদা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের এক দূর সম্পর্কের আত্মীয়ের মেয়ের...

Most Popular