খেলাধুলা

T-20 World cup 2024 | খেল দেখালেন পন্থ! বাংলাদেশকে গোহারা হারিয়ে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি সারল ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দাঁড়াতেই পারলেন না টাইগার ব্যাটাররা। বাংলাদেশকে গোহারা হারিয়ে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি সারল ভারত। প্রতিবেশী রাষ্ট্রকে হারিয়ে চওড়া হাসি ভারতীয় বোলারদের। আমেরিকার পিচে বলে আগুন ছড়ালেন আরশদীপ সিং, বুমরাহ, সিরাজ ও হার্দিক পান্ডিয়া। এদিন প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২০ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। ৬২ রানে ম্যাচ জেতে ভারত।

এদিন নিউ ইয়র্কের নাসাই কাউন্টি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুক্রবার দলের সঙ্গে যোগ দিলেও প্রস্তুতি ম্যাচে খেলেননি বিরাট কোহলি। এদিন রোহিত ওপেন করতে নামেন যশস্বী জয়সওয়ালের বদলে সঞ্জু স্যামসনকে নিয়ে। প্রথম ওভার থেকেই বোঝা গেল, এই পিচে চোখ বন্ধ করে বড় শট খেলা সহজ হবে না। বাঁহাতি শরিফুল ইসলামের কিছু বল পিচে পড়ে লাফাচ্ছিল। শরিফুলের বলে ১ রান করে আউট হন আইপিএলে ঝড় তোলা সঞ্জু। তিন নম্বরে ব্যাট করতে নামেন ঋষভ পন্থ। কয়েকটি বড় শট খেলে ২৩ রান করে আউট হন রোহিত। গাড়ি দুর্ঘটনার পরে চোট সারিয়ে ফিরে এই প্রথম দেশের জার্সিতে নামলেন পন্থ। প্রথম ম্যাচেই বুঝিয়ে দিলেন, এই দলে কতটা গুরুত্বপূর্ণ ক্রিকেটার তিনি। উইকেটের চার দিকে শট খেললেন তিনি। ৩২ বলে ৫৩ রান করে অবসর আউট হন ঋষভ পন্থ।

আইপিএলে সফল হলেও এদিন ব্যর্থ হলেন শিবম দুবে। পাঁচ নম্বরে নেমে ১৬ বলে ১৪ রান করে খতম হল তাঁর ইনিংস। সূর্যকুমার যাদব বেশ কয়েকটি ভাল শট খেলেন। ১৮ বলে ৩১ রান করে আউট হন তিনি।

তনবীর ইসলামের এক ওভারে পর পর তিন বলে তিনটি ছক্কা মারেন হার্দিক পান্ডিয়া। ২৩ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন হার্দিক। রবীন্দ্র জাডেজা ৪ রান করেন। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান করে ভারত। বাংলাদেশের অভিজ্ঞ শাকিব আল হাসানও ৪ ওভারে দেন ৪৭ রান। তবে ভালো বল করেছেন শরিফুল। তাঁর পেস ও বাউন্স সমস্যায় পড়তে হয়েছিল ভারতীয় ব্যাটারদের।

১৮৩ রান তাড়া করতে নেমে প্রথমেই মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের ব্যাটাররা। আরশদীপ সিংয়ের বলে শূন্য রানে আউট হন সৌম্য সরকার। আরশদীপের দ্বিতীয় ওভারে আউট হন লিটন দাস। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও শূন্য রানে আউট হন। তাঁর উইকেট নেন মহম্মদ সিরাজ। ৪১ রানে ৫ উইকেট পড়ে যায় বাংলাদেশের। রানের গতি সচল রাখার কিছুটা প্রয়াস চালান দুই অভিজ্ঞ ব্যাটার শাকিব ও মাহমুদুল্লা। সেটাও বেশিক্ষণ স্থায়ী হয়নি। হার্দিকের ওভারে হাত খোলেন মাহমুদুল্লা। কয়েকটি বড় শট মারেন তিনি। কিন্তু তত ক্ষণে জরুরি রানরেট অনেক বেড়ে গিয়েছিল। ৫০ রানের জুটি বাঁধেন দুই ব্যাটার। বুমরার বলে ২৮ রান করে আউট হন শাকিব। মাহমুদুল্লা ৪০ রানে অবসর আউট হন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২০ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। ৬২ রানে ম্যাচ জেতে ভারত।

Uttarbanga Sambad

Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Recent Posts

Hurricane Beryl | ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘বেরিল’! বার্বাডোজে টিম হোটেলেই বন্দি টিম ইন্ডিয়া

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বার্বাডোজে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। যে কারণে বাতিল করা হয়েছে অনেক ফ্লাইট।…

38 mins ago

Manipur | বিহারের পর এবার মণিপুর, সেতু ভেঙে ইম্ফল নদীতে পড়ে গেল ট্রাক, মৃত চালক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি বিহারে ভেঙে পড়েছে একের পর নব নির্মিত সেতু। এ বার…

1 hour ago

Fuel price | অন্য রাজ্যে নয়, বাংলায় আচমকাই বাড়ল পেট্রল-ডিজেলের দাম

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ লোকসভা ভোট শেষ হতেই দাম বাড়তে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের।…

2 hours ago

Nagrakata | রাতভর তাণ্ডব, ৫ টি বাড়ি ভেঙে দিল হাতি

নাগরাকাটা: রাতভর তাণ্ডব চালিয়ে নাগরাকাটায় ৫টি বাড়ি ভেঙ্গে দিল বুনো হাতি। এর মধ্যে রয়েছে নাগরাকাটা…

11 hours ago

Asansole | ডাকাতিতে বিহার যোগ! ট্রানজিট রিমান্ডে আসানসোলে আনা হল ‘গ্যাংস্টার’ সুবোধ সিংকে

আসানসোলঃ ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটা নাগাদ বড়সড়ো ডাকাতির ঘটনা ঘটেছিল আসানসোলের রানিগঞ্জ…

12 hours ago

Durgapur | প্রধান ও উপ-প্রধানের নামে “চোর, চোর, চোর” লেখা পোষ্টার, শোরগোল অন্ডালে

দুর্গাপুরঃ রবিবার সবে সকাল হয়েছে। সূর্যের আলো ফুটতেই নজরে এল বেশ কিছু পোস্টার। যা সাঁটানো…

13 hours ago

This website uses cookies.