উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামের পিচে গন্ডোগোল! পিচে অসমান বাউন্স। কোনও বল উঠছিল বুকের উচ্চতায়, কোনও বল আবার খুব নিচু হয়ে যাচ্ছিল। রবিবার ভারত-পাক ম্যাচের আগে যুদ্ধকালীন তৎপরতায় চলছে পিচ মেরামতির কাজ। পিচে যে ত্রুটি রয়েছে তা মেনে নিয়েছেন আয়োজকরা।
রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে হাইভোল্টেজ ম্যাচ। নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে পরস্পর মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। যত সময় এগোচ্ছে, ততই বাড়ছে উত্তেজনার পারদ। ম্যাচ শুরুর আগে পিচ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ইতিমধ্যেই বিশ্বকাপে জয় দিয়ে যাত্রা শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে ভারত হেলায় হারিয়েছে আয়ারল্যান্ডকে। সেই ম্যাচেই পিচের ত্রুটি নজরে আসে রোহিতদের। ফলে পিচ নিয়ে বেশ চিন্তায় ভারত অধিনায়ক। আয়ারল্যান্ডকে হারানোর পরেই পিচ নিয়ে মুখ খোলেন তিনি।
জানা গিয়েছে, পিচে ঘাস রয়েছে। সেই সঙ্গে ফাটলও রয়েছে। এই ফাটল মেরামত করার চেষ্টা করছেন আয়োজকেরা। ফাটলের কারণেই অসমান বাউন্স তৈরি হচ্ছিল। পিচের উপর রোলার চালানো হচ্ছে। তাতে পিচ আগের থেকে অনেক পাটা হবে বলে মনে করা হচ্ছে। পিচে যে গন্ডগোল রয়েছে তা আয়োজকেরা মেনে নিয়েছেন। এক কর্তা বলেন, “আইসিসি এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজকেরা বুঝতে পারছে যে নাসাউ স্টেডিয়ামের পিচে ধারাবাহিক বাউন্স নেই। সেই কারণে চেষ্টা করা হচ্ছে সেরা পিচ তৈরি করার। বাকি ম্যাচের কথা ভেবে পিচ ঠিক করার চেষ্টা চলছে।”
রবিবার ভারতীয় সময় রাত আটটায় শুরু হবে ভারত-পাকিস্তান ম্যাচ। নিউ ইয়র্কের সময় সকাল সাড়ে ১০টা। ৩০ হাজার দর্শক থাকবেন মাঠে। তাঁরা টিকিট কেটে ফেলেছেন। টিকিটের চাহিদাও আকাশছোঁয়া। লক্ষ লক্ষ টাকা বিক্রি হয়েছে এক-একটা ভারত-পাক ম্যাচের টিকিট। সবচেয়ে কম দামের টিকিটের মূল্য ২৫ হাজার টাকা। ফলে এই ম্যাচ নিউ ইয়র্ক থেকে সরিয়ে দেওয়া সম্ভব নয়।