Thursday, July 4, 2024
HomeখেলাধুলাT-20 World Cup cricket | সব দোষ বাবরের! জামাই শাহিনকে বাঁচিয়ে পাকিস্তান...

T-20 World Cup cricket | সব দোষ বাবরের! জামাই শাহিনকে বাঁচিয়ে পাকিস্তান দল সম্পর্কে কী বললেন শাহিদ আফ্রিদি?  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ প্রথমে আমেরিকার কাছে হার, দ্বিতীয় ম্যাচও জিততে পারল না পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে পরপর দু’ম্যাচ হেরে চাপে পাকিস্তান। শেষ আটে যাওয়া নিয়ে সংশয়ে বাবর আজমরা। আমেরিকার কাছে হারের পরই শুরু হয়েছিল সমালোচনা। ভারতের বিরুদ্ধে ১২০ রানের সহজ লক্ষ্য স্পর্শ করতে পারেননি তাঁরা।  স্বভাবতই পাকিস্তানের এই পারফরম্যান্সের জন্য ক্রিকেটারদের ওপর সুর চড়াচ্ছেন প্রাক্তনরা। সেলিম মালিক কাঠগড়ায় তুলেছেন ইমাদ ওয়াসিমের মন্থর ব্যাটিংকে। আর এক প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির চোখে খলনায়ক অধিনায়ক বাবরই। বাবরদের সমালোচনা করেছেন ওয়াসিম আক্রম এবং ওয়াকার ইউনিসও। উঠে গিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে বাবরদের যোগ্যতা নিয়েই প্রশ্ন।

বিশ্বকাপের আগে শাহিন আফ্রিদিকে সরিয়ে বাবরকে অধিনায়ক করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জামাইকে অধিনায়ক হিসাবে একটা সিরিজ দেখেই বোর্ডের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ ছিলেন আফ্রিদি। টি-টোয়েন্টি বিশ্বকাপে পর পর দু’টি ম্যাচে হারের পর হতাশ আফ্রিদি দায়ী করেছেন বাবরকেই। তিনি বলেছেন, ‘‘এক জন অধিনায়ক দলের সকলকে এক সূত্রে বাঁধতে পারে। আবার সে দলের পরিবেশ নষ্টও করে দিতে পারে। আমাদের বিশ্বকাপ শেষ। এখন খোলাখুলি ভাবেই কথা বলব।’’

তিনি বলেছেন, ‘‘শাহিনের সঙ্গে আমার একটা সম্পর্ক আছে। ওর সম্পর্কে কিছু বললেই সকলে বলে আমি নিজের জামাইয়ের পক্ষ নিয়ে কথা বলছি। আমার মনে হয়, পাকিস্তানের সাজঘরের পরিবেশ ঠিক নেই। আসলে অধিনায়ক বাবরকে নিয়ে দলের কয়েক জন ক্রিকেটারের সমস্যা  রয়েছে। দলের মধ্যে একতা নেই।’’

ওয়াসিম আক্রম বলেছেন, ‘‘এই দলের প্রায় সকলে কম-বেশি ১০ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। আমার পক্ষে এদের কিছু শেখানো সম্ভব নয়। মহম্মদ রিজওয়ানের খেলাটা নিয়ে কোনও জ্ঞানই নেই। এটুকু বোঝে না, ওকে আউট করার জন্যই বুমরাহ ওই বলটা ইচ্ছাকৃত করেছিল। আর রিজওয়ান সাবধানে না খেলে বড় শট নিতে গেল! আউটও হল।’’ আক্রম বলেছেন, ‘‘ফখর আর ইফতিকার এত দিন ধরে পাকিস্তানের হয়ে খেলছে। অথচ ওদের খেলায় কোনও উন্নতিই নেই। কী ভাবে ব্যাট করতে হয়, সেটুকুও জানে না। এরা আসলে মনে করে, ভাল খেলতে না পারলে কোচকে তাড়িয়ে দেওয়া হবে। ওদের কিছুই হবে না। কোচদের এ বার ভাবা দরকার। প্রয়োজনে পুরো দলটাই পরিবর্তন করে দিতে হবে।’’

মালিক বলেছেন, ‘‘ওয়াসিমের ইনিংস দেখলেই বোঝা যাবে, কী ভাবে বল নষ্ট করেছে। কতগুলো বলে রান করতে পারেনি। ওর ইনিংসের জন্যই রান তাড়া করার কাজ কঠিন হয়ে গিয়েছে।’’

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

দুর্নীতিতে আলোর খোঁজে নয়া প্রজন্ম

0
চিরদীপা বিশ্বাস  রাত প্রায় এগারোটা, হস্টেলের রুমে আলোচনায় নিমগ্ন তিনটি ছেলে। বয়স তাদের একুশ-বাইশের এপাশ-ওপাশ। আলোচনার বিষয়বস্তু ফুটবল, ক্রিকেট বা রাজনীতি নিয়ে শুরু হলেও...

অদ্ভুত আঁধার এসেছে পৃথিবীতে আজ

0
  কৌশিক দত্ত গল্পটা মালবাজারের একটি স্কুলের। বছর দশেকের এক ছাত্রকে বাবা-মা নিয়ে এলেন এক মনোরোগ বিশেষজ্ঞের কাছে। দিনের পর দিন স্কুলে যেতে চায় না...

NEET-UG Paper Leak Case | নিট প্রশ্নফাঁসকাণ্ডে বড় সাফল্য, ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার মূল...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজির প্রশ্নফাঁসকাণ্ডে (NEET-UG Paper Leak Case) বড় সাফল্য। প্রশ্নফাঁসে অভিযুক্ত এক ব্যক্তিকে ঝাড়খণ্ডের (Jharkhand) ধানবাদ থেকে গ্রেপ্তার...
Representatives of the National Human Rights Committee reached Chopra

Chopra | চোপড়ায় পৌঁছোল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিটির প্রতিনিধিরা

0
চোপড়া: বৃহস্পতিবার সকালেই চোপড়ার(Chopra) লক্ষ্মীপুরে এসে পৌঁছোল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিটির(National Human Rights Committee) প্রতিনিধি দল। এদিন গ্রামে পৌঁছোতেই প্রতিনিধি দলটি নির্যাতিত চলে যুবক...

Chhattisgarh | ছত্তিশগড়ের জঙ্গলে ভয়াবহ এনকাউন্টার, মৃত অন্তত ৫ মাওবাদী

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের ছত্তিশগড়ে (Chhattisgarh) জঙ্গলে মাওবাদী ও নিরাপত্তাবাহিনীর সংঘর্ষ। মঙ্গলবার রাতের গুলির লড়াইয়ে নিষিদ্ধ সংগঠন সিপিআইএমএল (মাওবাদী)-র অন্তত পাঁচ সদস্যের মৃত্যু...

Most Popular