উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০ ওভারও খেলতে পারল না ভারত। ১৯ ওভারেই ১১৯ রান করে গুটিয়ে গেল ভারত। নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামের পিচ নিয়ে আগেই অভিযোগ ছিল টিম ইন্ডিয়ার। আজও সেই একই সমস্যায় পড়তে হল ভারতীয় ব্যাটারদের। আর এর ফয়দা নিল পাকিস্তানের বোলাররা। দাপট দেখালেন পাকিস্তানের শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ ও আমিররা। এদিন রান পেলেন না রোহিত, কোহলিরা। বেশ কয়েকটি ক্যাচ মিস হওয়ায় হাফ সেঞ্চুরির কাছে পৌঁছায় পন্থ। তাঁর ৪২ রানের দৌলতে সম্মানজনক রানে পৌছায় টিম ইন্ডিয়া।
নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে হাইভোল্টেজ ম্যাচে পরস্পর মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর টস হয়। এদিন টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। পাকিস্তানের হয়ে নতুন বলে দৌড় শুরু করেন শাহিন আফ্রিদি। শাহিনের প্রথম ওভারেই ছক্কা হাঁকালেন রোহিত। নিজের জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লেগ সাইডে ছক্কা মারলেন তিনি। প্রথম ওভারে ৮ রান তুলল ভারত। খেলা শুরু হতেই আবার বৃষ্টি। এক ওভার হওয়ার পরেই বন্ধ হয়ে গেল খেলা।
আয়ারল্যান্ডের পর দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ বিরাট কোহলি। বৃষ্টির পর খেলা শুরু হতেই আউট হয়ে গেলেন বিরাট কোহলি। মাত্র ৪ রান করে আউট তিনি। কোহলির পর মাঠে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন রোহিত। শাহিনের বলেই আউট হলেন রোহিত। লেগ সাইডেই ছক্কা মারতে গিয়ে ক্যাচ দিলেন ভারত অধিনায়ক। ১৯ রানে ২ উইকেট হারাল ভারত।
ষষ্ঠ ওভারে মহম্মদ আমিরের বলে পন্তের ক্যাচ স্লিপে মিস করেন ইফতিখার। দ্বিতীয় বলে ফের বড় শট নেওয়ার চেষ্টা করেন পন্ত। এবার ক্যাচ মিস করেন উসমান। প্রথম ৬ ওভারে ৫০ রান তুলল ভারত। ৭.৪ ওভারে নাসিম শাহর বলে জোরালো শট নিতে গিয়ে বোল্ড হন অক্ষর পটেল। ১৮ বলে ২০ রান করেন অক্ষর।
১২তম ওভারে বল করতে আসেন হ্যারিস রউফ। ১১.২ ওভারে রউফের বলে মহম্মদ আমিরের হাতে সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সূর্যকুমার যাদব। ৮ বলে ৭ রান করেন তিনি। ১৩.২ ওভারে নাসিম শাহর বলে তাঁর হাতেই সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শিবম দুবে। ৯ বলে ৩ রান করে আউট শিবম। ১৪.১ ওভারে মহম্মদ আমিরের বলে বাবর আজমের হাতে ধরা পড়েন ঋষভ পন্ত। ৩১ বলে ৪২ রান করেন তিনি। মারেন ৬টি চার। ভারত ৯৬ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা। তিনি প্রথম বলেই আউট। ১৪.২ ওভারে আমিরের বলে ইমদ ওয়াসিমের হাতে অতি সহজ ক্যাচ দেন জাদেজা। শূন্যরানে মাঠ ছাড়েন জাদেজা। ভারত ৯৬ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আর্শদীপ সিং। আমির হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া করেন। ১৬ ওভারে ভারতের রান পৌঁছায় ৭ উইকেট হারিয়ে ১০০ রান।
১৭তম ওভারে বল করতে আসেন হ্যারিস রউফ। তাঁর প্রথম বলে চার মারেন হার্দিক পান্ডিয়া। ১৭.৪ ওভারে হ্যারিসের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ইফতিখার আহমেদের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন হার্দিক। পরের বলেই ক্যাচ দিয়ে শূন্যরানে ফিরে যান বুমরাহ। ভারত ১১২ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ সিরাজ। ১৯তম ওভারে বল করতে আসেন শাহিন আফ্রিদি। শেষ বলে রান-আউট হন আর্শদীপ। ভারত ১৯ ওভারে ১১৯ রানে অল-আউট হয়ে যায়। পাকিস্তানের শাহিন আফ্রিদি ও হ্যারিস রউফ ৩টি করে উইকেট পেয়েছেন। আমির নিয়েছেন ২টি উইকেট।
১২০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে পাকিস্তানের দুই ওপেনার মহম্মদ রিজওয়ান ও পাক দলনায়ক বাবর আজম। ৩.১ ওভারে মহম্মদ সিরাজের বলে তাঁর হাত থেকেই জীবনদান পান বাবর আজম। রিজওয়ানের সহজ ক্যাচ ছাড়লেন শিবম দুবে। ৪.৪ ওভারে বুমরাহর বলে স্লিপে বাবর আজমের দুরন্ত ক্যাচ ধরেন সূর্যকুমার যাদব। ১০ বলে ১৩ রান করেন পাক দলনায়ক। ১০ ওভার শেষে পাকিস্তানের রান ১ উইকেট হারিয়ে ৫৭। ব্যাট করছেন রিজওয়ান এবং উসমান।
ভারতীয় একাদশঃ রোহিত শর্মা (ক্যাপ্টেন), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শিবম দুবে, ঋষভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ ও আর্শদীপ সিং।
পাকিস্তান একাদশঃ বাবর আজম (ক্যাপ্টেন), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), উসমান খান, ফখর জামান, শাদব খান, ইফতিখার আহমেদ, ইমদ ওয়াসিম, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, নাসিম শাহ ও মহম্মদ আমির।