Top News

T-20 World Cup | হিটম্যানকে নিয়ে রসিকতা সৌরভের, ফাইনালে হারলে রোহিত বার্বাডোজ মহাসাগরে ঝাঁপ দিতে পারেন!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আহমেদাবাদে গত বছর ১৯ নভেম্বর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারত। ৭ মাসের ব্যবধানে আজ আরেকটি বিশ্বকাপ ফাইনাল খেলবে রোহিত শর্মার দল। বার্বাডোজে আজ টি২০ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। এই ম্যাচের আগে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় মজা করে বলেছেন, এবারের ফাইনালেও হারলে রোহিত বার্বাডোজ মহাসাগরে ঝাঁপ দিতে পারেন!

ভারতের অধিনায়ক হিসেবে রোহিত শর্মা এ পর্যন্ত তিনটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠলেও এখনও অধরা রয়েছে শিরোপা। দুই সংস্করণের বিশ্বকাপ ফাইনালে ওঠার আগে গত বছর জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে ৩৭ বছর বয়সী রোহিতকে নিয়ে রসিকতা করলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ। এবারের টি২০ বিশ্বকাপের ফাইনাল নিয়ে সৌরভ রোহিতের প্রসঙ্গে বলেছেন, ‘মনে হয় না সাত মাসের ব্যবধানে সে দুটি ফাইনাল হারবে। নিজের অধিনায়কত্বে দুটি ফাইনাল হারলে সে সম্ভবত বার্বাডোজ মহাসাগরে ঝাঁপ দেবেন। তিনি নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। দারুণ ব্যাট করেছেন। আশা করি ফাইনালেও তা–ই করবে। আশা করি ভারত বিজয়ী হবে এবং তাদের স্বাধীনতা নিয়ে খেলা উচিত।’

রোহিতের নেতৃত্বগুণ নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘অপরাজিত থেকে সে দুটি বিশ্বকাপের ফাইনালে উঠেছে। এতেই ওর অধিনায়কত্ব ও নেতৃত্বগুণ বোঝা যায়। আমি বিস্মিত হইনি। কারণ, আমি বিসিসিআইয়ের সভাপতি থাকার সময়ে বিরাট কোহলি যখন ভারতের অধিনায়কত্ব করতে চায়নি, তখন সে দায়িত্ব নিয়েছে। ওকে অধিনায়ক বানাতে সময়ও লেগেছে। কারণ, সে প্রস্তুত ছিল না। ওকে অধিনায়ক বানাতে আমাদের সবারই অনেক চেষ্টা করতে হয়েছে। ওর অধীনে ভারতীয় ক্রিকেটের অগ্রগতি দেখে আমি মুগ্ধ।’

আজ ফাইনালে ভারতের স্বাধীনতা নিয়ে খেলা উচিত বলে মনে করেন ২০০৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতকে ফাইনালে তোলা গাঙ্গুলী। আর এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে ৩৭ বছর বয়সী রোহিতকে নিয়ে রসিকতা করলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা এই অধিনায়ক।

ক্যারিবিয়ান অঞ্চলের দ্বীপদেশ বার্বাডোজ পুরোটাই সমুদ্রবেষ্টিত। উত্তর আটলান্টিক মহাসাগরবেষ্টিত বার্বাডোজের রাজধানী ব্রিজটাউনের কেনিসংটন ওভালে হবে এই ফাইনাল। সেখান থেকে অনতিদূরের বিশাল জলরাশিকে বলা হয় ক্যারিবিয়ান সাগর।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Euro 2024 | স্লোভাকিয়ার স্বপ্নভঙ্গ, বেলিংহ্যাম-কেনের গোলে ইউরোর কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্লোভাকিয়াকে ২-১ গোলে হারাল ইংল্যান্ড। স্লোভাকিয়ার স্বপ্নভঙ্গ করে ইউরোর কোয়ার্টার ফাইনালে…

21 mins ago

Dinhata | বিরিয়ানিতে ক্ষতিকারক মশলা, পচা মাংস! অভিযানে বন্ধ হল দোকান

দিনহাটা: অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হচ্ছে বিরিয়ানি! ব্যবহার করা হচ্ছে ক্ষতিকারক মশলা, পচা মাংস! এমনই অভিযোগ…

26 mins ago

Footpath Encroachment | বাড়ছে যানজটের সমস্যা, সামসীতে ফুটপাথ দখলমুক্ত করতে উদ্যোগ প্রশাসনের

সামসী: ফুটপাথ দখলমুক্ত করতে কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন জেলার শহরগুলিতে…

26 mins ago

Sritama Bhattacharjee | দুষ্কৃতীদের হেনস্তার শিকার অভিনেত্রী শ্রীতমা, তীব্র প্রতিবাদ মদন মিত্রর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দুষ্কৃতীদের হেনস্তার শিকার হলেন টলিউড অভিনেত্রী তথা কাউন্সিলার শ্রীতমা ভট্টাচার্য (Sritama…

29 mins ago

ICAI | স্বামীজির নির্দেশ! আইসিএআইয়ের অনুষ্ঠানে মঞ্চের সামনের আসন থেকে সরানো হল মহিলাদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সম্প্রতি আইসিএআইয়ের (ICAI) উদ্যোগে কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর সিএ…

38 mins ago

Alipurduar | খদ্দেররা আসবেন তো? গলিপথে পুনর্বাসন নিয়ে চিন্তায় হকাররা

মণীন্দ্রনারায়ণ সিংহ, আলিপুরদুয়ার: হকারদের(Hawkers) পুনর্বাসনের জন্য তিনটি জায়গা বেছে দিয়েছে পুরসভা। কিন্তু সেই জোনগুলি মূলত…

47 mins ago

This website uses cookies.