দুবাই: কয়েকদিন আগেই টি২০ ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরিটি পেয়েছেন ভারতীয় মহিলা দলের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা। সেই সেঞ্চুরির সুফল পেলেন তিনি।
টি২০ ক্রিকেটে মহিলা ব্যাটারদের আইসিসি র্যাংকিংয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন এই ভারতীয় ওপেনার। এই মুহূর্তে তাঁর সংগ্রহ ৭৭১ পয়েন্ট। তালিকায় শীর্ষে রয়েছেন বেথ মুনি। তাঁর সংগ্রহ ৭৯৪ পয়েন্ট। ৭৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ক্যারিবিয়ান ব্যাটার হেইলি ম্যাথিউজ।
শুধু মান্ধানা নন, টি২০ র্যাংকিংয়ে উন্নতি ঘটেছে শেফালি ভার্মারও। তিনি ব্যাটারদের তালিকায় একধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠে এসেছেন। বঙ্গতনয়া রিচা ঘোষ ২৫তম স্থানেই রয়ে গিয়েছেন।