Thursday, April 25, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গজায়েন্ট স্ক্রিনে বনের দৃশ্য উপভোগ, নতুন উদ্যোগ বন দপ্তরের

জায়েন্ট স্ক্রিনে বনের দৃশ্য উপভোগ, নতুন উদ্যোগ বন দপ্তরের

শুভদীপ শর্মা, লাটাগুড়ি : পড়ন্ত বিকেলে নেওড়া নদী থেকে জল পান করছে হাতির দল। জঙ্গলের এক প্রান্ত থেকে অপর প্রান্তে দাপিয়ে বেড়াচ্ছে বাইসনের পাল। কখনও উঁচু শাল গাছের এক ডাল থেকে অপর ডালে হর্নবিলের উড়ে যাওয়া। জঙ্গলের আনাচে-কানাচে থাকা বিভিন্ন অর্কিড। দু’পাশে সবুজকে সাক্ষী রেখে জিপসিতে ঘুরে বেড়ানো পর্যটকের দল।

জঙ্গলে ঢোকার আগেই জায়েন্ট স্ক্রিনে এইসমস্ত দৃশ্য উপভোগ করতে পারবেন পর্যটকরা। পাশাপাশি জঙ্গলের বেহাল রাস্তাঘাট মেরামত শুরু করেছে বন দপ্তরের লাটাগুড়ি রেঞ্জ। নতুনভাবে সাজিয়ে তোলা হবে নেওড়া জঙ্গল ক্যাম্পকেও। এই উদ্যোগ পর্যটকদের আকৃষ্ট করবে বলে আশাবাদী পর্যটন ব্যবসায়ীরা। ১৬ জুন থেকে প্রতিবছরের মতো এবারও ভারতের প্রতিটি অভয়ারণ্যের মতো লাটাগুড়ির জঙ্গলে পর্যটকদের প্রবেশ তিন মাসের জন্য বন্ধ ছিল। আর এই সময়কে কাজে লাগাতে উদ্যোগী লাটাগুড়ি রেঞ্জ।

এখানে জিপসিতে করে জঙ্গল সাফারির সুযোগ পান পর্যটকরা। এর জন্য লাটাগুড়ি বাজারে বন দপ্তরের টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হয়। ভিড় থাকলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় পর্যটকদের। অনেকসময় এই অপেক্ষা করতে করতে বিরক্তি প্রকাশ করেন তাঁরা। তাই পর্যটকদের মনোরঞ্জনের জন্য একগুচ্ছ বন্দোবস্ত করতে চলেছে বন দপ্তরের লাটাগুড়ি রেঞ্জ।

এপ্রসঙ্গে রেঞ্জ অফিসার শুভ্রশঙ্খ দত্ত বলছেন, ‘পর্যটকদের কথা মাথায় রেখে টিকিট কাউন্টারে বেশ কিছু বসার জায়গার পাশাপাশি একটি জায়েন্ট স্ক্রিন লাগানো হবে। যেখানে প্রায় সারাদিনই অডিও ভিজুয়াল মাধ্যমে আগে থেকে রেকর্ড করা জঙ্গলের আনাচে-কানাচে থাকা জীবজন্তু থেকে শুরু করে কোন পথে সাফারি হয়, সে সমস্ত কিছু দেখানো হবে।’

তিনি আরও জানিয়েছেন, শুধুমাত্র টিকিট কাউন্টার নয়, নেওড়া নদীর পাড়ে থাকা লাটাগুড়ি নেওড়া জঙ্গল ক্যাম্পেও এধরনের একটি জায়েন্ট স্ক্রিন বসানো হবে। সাফারির মাঝে নেওড়া জঙ্গল ক্যাম্পে থাকা কলাখাওয়া ওয়াচটাওয়ারে কিছুক্ষণ সময় কাটান পর্যটকরা। সেই কথা মাথায় রেখে এই উদ্যোগ। একইসঙ্গে জঙ্গলের আশপাশের এলাকাকে সাজিয়ে তোলার পরিকল্পনা রয়েছে দপ্তরের। বর্ষার সময় জঙ্গলের বেশ কিছু রাস্তাঘাটের হাল বিগড়ে গিয়েছে। সেন্ট্রাল বিট, লাটাগুড়ি বিট সহ বেশ কিছু এলাকায় পথের অবস্থা খারাপ। এদিন থেকে সেগুলোও মেরামত শুরু হয়েছে।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy working as a Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sud Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Loksabha Election 2024 | লোকসভা ভোটে লড়বেন জেলবন্দি খলিস্তানি নেতা! কী জানালেন তাঁর আইনজীবী?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটে (Loksabha Election 2024) লড়তে চলেছেন জেলবন্দি খলিস্তানি (Khalistani) নেতা অমৃতপাল সিং! (Amritpal Singh) ঠিক এমনটাই দাবি করেছেন তাঁর...
temperature rising no relief even in the mountains

Mirik | পাহাড়েও স্বস্তি নেই, পর্যটকদের গলা ভিজছে আইসক্রিমে

0
সানি সরকার, মিরিক: মিরিক(Mirik) লেকের পাশে ছোট্ট চায়ের দোকানে সাদা কাগজে কালো কালিতে বড় হরফে লেখা ‘এখানে আইসক্রিম পাওয়া যায়’। পাহাড়ে এমন পোস্টার দেখে...
no campaign in mirik

Mirik | দেখা নেই প্রার্থীদের, প্রচারে যেন ব্রাত্য মিরিক

0
সানি সরকার, মিরিক: তৃণমূলের ‘গড়’ যেন গেরুয়া। না, মিরিকে(Mirik) ঘাসফুলের চিহ্নমাত্র যেমন নেই, তেমন পদ্মফুলেরও দেখা মেলেনি। কার্সিয়াং বিধানসভা কেন্দ্রের এই জনপদ গেরুয়া হয়ে...

টাকা আর ‘মাটি’ নয়, টাকাতেই নির্বাচন

0
সানি সরকার ভোট এলেই গোপালের ঠাকুমার কথা মনে হয়। সরকারি খাতায় তাঁর কী নাম ছিল, প্রতিবেশীরা কেউ জানেন না। জানার চেষ্টাও কেউ করেননি কোনওদিন।...

বাঘে-হাতি-মানুষে এক ঘাটে জল খাবে কি?

0
  পঙ্কজ কুমার চট্টোপাধ্যায় সম্প্রতি মায়াপুরের ইসকন মন্দিরে দুই পোষা হাতি তাদের মাহুতকে আছড়ে মেরেছে। দুই মাহুতই রাভা সম্প্রদায়ের। এরা হয় উত্তরবঙ্গের বা অসমের বাসিন্দা।...

Most Popular