Saturday, April 20, 2024
HomeExclusiveMadhyamik Exam 2024 | মাধ্যমিকে জলপাইগুড়ি জেলায় ছাত্রীর সংখ্যা বেশি

Madhyamik Exam 2024 | মাধ্যমিকে জলপাইগুড়ি জেলায় ছাত্রীর সংখ্যা বেশি

মোট ২১টি মূল ভেনু ও ৭৬টি সাব-ভেনু মিলিয়ে পরীক্ষা নেওয়া হবে ৯৭টি পরীক্ষাকেন্দ্রে। প্রতিটি কেন্দ্রে ন্যূনতম তিনটি করে সিসিটিভি ক্যামেরা থাকছে।

শুভজিৎ দত্ত, নাগরাকাটা: এবছরের মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik Exam) জলপাইগুড়ি জেলায় ছাত্রর চেয়ে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেশি। জেলা মাধ্যমিক পরীক্ষা কমিটি সূত্রেই জানা গিয়েছে, প্রায় সাড়ে ২৫ হাজার পরীক্ষার্থীর মধ্যে ছাত্রর সংখ্যা ১০,৭০০। অন্যদিকে ছাত্রীদের সংখ্যা ১৪,৮০০। মোট ২১টি মূল ভেনু ও ৭৬টি সাব-ভেনু মিলিয়ে পরীক্ষা নেওয়া হবে ৯৭টি পরীক্ষাকেন্দ্রে। প্রতিটি কেন্দ্রে ন্যূনতম তিনটি করে সিসিটিভি ক্যামেরা থাকছে। এর মধ্যে একটি যাতায়াতের মূল গেটে, একটি স্কুল ভবনের করিডর এবং অন্যটি যেখানে গোপনীয় কাগজপত্রের কাজ হবে সেখানে লাগানো হবে। যেহেতু এবার পরীক্ষার সময় এগিয়ে আনা হয়েছে, সে কারণে পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে আগের বছরগুলির তুলনায় চারগুণ বেশি গাড়ি রাস্তায় নামানো হচ্ছে। জেলা মাধ্যমিক পরীক্ষা কমিটির আহ্বায়ক সুগত মুখোপাধ্যায় বলেন, ‘এবছর পরীক্ষা শুরুর সময় যে সকাল ৯.৪৫ মিনিট, সর্বত্র বিভিন্নভাবে সেই প্রচার জারি আছে। পরীক্ষার্থীদের অভিভাবকদের কাছে আবেদন জানানো হচ্ছে, তাঁদের ছেলেমেয়েরা প্রথম পরীক্ষার দিন অন্তত সকাল ৯টার আগেই পরীক্ষাকেন্দ্রে যাতে পৌঁছে যেতে পারে।

উল্লেখ্য, গতবছর মাধ্যমিকের প্রথম দিনই পরীক্ষা দিতে যাওয়ার পথে হাতির হামলায় মর্মান্তিক মৃত্যু হয়েছিল অর্জুন দাস নামে এক পরীক্ষার্থীর। ওই ঘটনাকে স্মরণে রেখে এবছর বন দপ্তরের সহযোগিতায় হাতি উপদ্রুত রাস্তা ও এলাকাগুলিকে চিহ্নিত করা হয়েছে। ওই সমস্ত স্থানে বনকর্মীদের বিশেষ নজরদারি থাকবে। জঙ্গল লাগোয়া এলাকার পরীক্ষার্থীরা যে গাড়িতে পরীক্ষা দিতে যাবে বন দপ্তরের স্কোয়াড সেই গাড়ির আগে থাকবে। বেলাকোবার টাকিমারির চর, ধূপগুড়ির দুরামারি, খুট্টিমারি, খুকলুং বস্তি, গোঁসাইরহাট, নাগরাকাটা ব্লকের জলঢাকা-আলতাডাঙ্গা চা বাগান, বামনডাঙ্গা চা বাগান, খেরকাটা গ্রাম, চালসার বড়দিঘি চা বাগান, ওদলাবাড়ির টাকিমারি, মিলনপল্লি, সরস্বতীপুর চা বাগান, কৈলাসপুর, ধূমসিগাড়া, বাবুজোত, বানারহাটের কালাপানির মতো আরও বেশি এলাকা নিয়ে একটি তালিকা তৈরি করা হয়েছে। জঙ্গল অধ্যুষিত ওই সমস্ত স্থানের মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের ওপর বন দপ্তর অতিরিক্ত নজর রেখে চলবে।

সংশ্লিষ্ট সূত্রের খবর, এবার পরীক্ষা ব্যবস্থার আরও একটি উল্লেখযোগ্য দিক হল পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্রের (Question Paper) স্ক্রিনশটের নামে যেটাই বাইরে চলে আসুক না কেন তা যদি প্রকৃত অর্থেই কোনও পরীক্ষার্থীর মাধ্যমে বা ভেনু থেকে হয়ে থাকে তবে কয়েক মিনিটের মধ্যে কে এবং কোথা থেকে সেটি করা হয়েছে তা চিহ্নিত করে ফেলা সম্ভব হবে।

Mouli Majumder
Mouli Majumderhttps://uttarbangasambad.com
Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Fire | মাঝরাতে মৌলানি বাজারে বিধ্বংসী আগুন

0
শুভদীপ শর্মা, মৌলানি: বিধ্বংসী অগ্নিকাণ্ডের (Fire) ঘটনা ঘটল মৌলানি বাজারে। জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক বারোটা নাগাদ ক্রান্তি ব্লকের এই বাজারে থাকা একটি দোকান...

IPL-2024 | মাহি ম্যাজিক ফিকে হল রাহুল-ডি’ককের দুরন্ত ব্যাটিংয়ে, চেন্নাইকে হারিয়ে জয় হাসিল করল...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ফের মাঠ কাঁপালেন মহেন্দ্র সিং ধোনি। মাহির দুরন্ত ব্যাটিং সত্ত্বেও লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে গেল চেন্নাই সুপার কিংস। ধোনির...

CCTV | বুথের সিসিটিভি ক্যামেরার ব্যাগ ফেলেই চলে গেল ভোটকর্মীরা, উদ্ধার করল এনজেপি থানার...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শুক্রবার রাতে রাস্তার পাস থেকে উদ্ধার হল ৮ টি ব্যাগ ভর্তি সিসিটিভি ক্যামেরা। এদিন রাতে এগুলি উদ্ধার হয় শক্তিগড় ২...

Lok sabha election 2024 | দায়িত্ব পালনে ব্যর্থ! রাজ্যের দুই ওসিকে সাসপেন্ড করল নির্বাচন...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নির্বাচন কমিশনের দেওয়া দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় রাজ্যের দুই ওসিকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। শুক্রবার কমিশনের তরফে একটি চিঠিতে এই...

Political Violence | বুথ থেকে বের হতেই প্রাণঘাতী হামলা শিলিগুড়িতে, লুটিয়ে পড়লেন বিজেপির পোলিং...

0
শিলিগুড়ি: পোলিং বুথ থেকে বের হতেই বিজেপির (Bjp) পোলিং এজেন্ট শ্যামল সরকারের উপর প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জানা গিয়েছে, এই ঘটনায়...

Most Popular