Friday, April 26, 2024
HomeBreaking Newsশুভেন্দুর জায়গায় বিরোধী দলনেতা হচ্ছেন শংকর ঘোষ! জল্পনা তুঙ্গে বিজেপির অন্দরে  ...

শুভেন্দুর জায়গায় বিরোধী দলনেতা হচ্ছেন শংকর ঘোষ! জল্পনা তুঙ্গে বিজেপির অন্দরে    

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিরোধী দলনেতা শুভেন্দুকে রাজ্য সভাপতি করে বিধানসভায় বিরোধী দলনেতা করা হচ্ছে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষকে। এমন জল্পনা তৈরি হয়েছে বিজেপির অন্দরে। যদিও এই বিষয়ে এখনই মন্তব্য করতে নারাজ শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর। সূত্রের খবর ২০২৪ লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই দলে এই রদবলের সিদ্ধান্ত নিয়েছেন অমিত শা এবং জেপি নাড্ডা।

২০২৪ এর লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে বঙ্গ বিজেপিতে ব্যাপক রদবদলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। এই নিয়ে এখন জোর প্রস্তুতি চলছে। সম্প্রতি নয়াদিল্লিতে দফায় দফায় ডেকে পাঠানো হয়েছিল সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষকে। সর্বভারতীয় সহ–সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় দিলীপ ঘোষকে। তাঁকে পূর্ণ মন্ত্রী করার পরিকল্পনাও রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সভায় যেতে পারেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। সুকান্তর জায়গায় শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি করার নতুন ফর্মূলাও তৈরি হয়েছে বলে বিজেপি সূত্রে খবর।

এদিকে অমিত শাহ এবং জেপি নড্ডা নয়া পরিকল্পনার কথা জানিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তিনি বিষয়টিতে সম্মতিও দিয়েছেন। তারপরই বাংলা থেকে দু’‌জনকে কেন্দ্রীয় মন্ত্রী করার কথা ভাবা হয়েছে। যদিও সব জেনে চুপ করে আছেন তাঁরা। তবে রাজ্য বিজেপির অন্দরে এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত উত্তরবঙ্গে ভালো ফল করেনি বিজেপি। তবুও বিরোধী দলনেতা পদটি শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষকে দিতে চাইছেন কেন্দ্রীয় নেতারা। আর তাই সুকান্তর জায়গায় শুভেন্দু অধিকারীকে বিজেপির রাজ্য সভাপতি করতে চান জেপি নাড্ডা। যদিও সূত্রের খবর কেন্দ্রীয় নেতৃত্বের সেই সিদ্ধান্তে সহমত পোষণ করেননি শুভেন্দু অধিকারী। তিনি চাইছেন, রাজ্য সভাপতির বিরোধী দলনেতা পদ অনেক ভাল। কারণ এটি ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য পদ।

সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষকে কেন্দ্রীয় মন্ত্রী করে দেওয়া হবে, এটা একপ্রকার নিশ্চিত। তাঁরা দু’‌জনেই সাংসদ। আবার সুকান্ত মজুমদার উত্তরবঙ্গ থেকে সাংসদ হয়েছেন। দিলীপ ঘোষ মেদিনীপুরের সাংসদ। লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই ছক কষা হয়েছে বলে সূত্রের খবর। এদের দুজনকে মন্ত্রী করা হলে মন্ত্রিত্ব হারাতে পারেন উত্তরবঙ্গের জন বারলা ও বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার। পরিবর্তে আসবেন সুকান্ত–দিলীপ। যদিও আরএসএস চায় দিলীপ ঘোষকে আবার রাজ্য সভাপতি করা হোক, শুভেন্দুকে নয়।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Lok Sabha Election 2024 | ভুয়ো ভোটারকে কেন্দ্র করে উত্তেজনা নকশালবাড়ির বুথে

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভুয়ো ভোটারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল নকশালবাড়ির (Naxalbari) ২৫/৭৭ নম্বর বুথে। জানা গিয়েছে, বাগডোগরার (Bagdogra) বাসিন্দা আসমা খাতুন শুক্রবার ভোট...

0
চালসা: ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুটি বাড়ির ৫টি ঘর। আগুনে ভস্মীভূত ঘরে থাকা প্রয়োজনীয় কাগজপত্র, টাকাপয়সা সহ আসবাবপত্র।

Leopard caged | ক্রান্তিতে খাঁচাবন্দি চিতাবাঘ, স্বস্তি এলাকায়

0
ক্রান্তি: সাতসকালে খাঁচাবন্দি হল চিতাবাঘ (Leopard caged)। শুক্রবার ঘটনাটি ঘটে ক্রান্তি (Kranti) ব্লকের দক্ষিণ হাসখালি মৌজায়। স্থানীয় আব্দুল গফুর, সোহেল রানা জানিয়েছেন, কয়েকদিন ধরে...

Narendra Modi | মালদায় মোদিকে ঘিরে গণ উন্মাদনা, ভাঙল ব্যারিকেড

0
মালদা: তীব্র গরমে জারি হয়েছে হাই অ্যালার্ট। কিন্তু তাতে কী? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) দেখতে গণ উন্মাদনা মালদায় (Malda)। প্রধানমন্ত্রী সভাস্থলে পা ফেলতেই...

SSC recruitment case | চাকরিহারাদের ভবিষ্যৎ কোন পথে? সম্ভাব্য শুনানি শুক্রবার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি হারাতে হয়েছে ২৫ হাজার ৭৫৩ জনকে। ‘অযোগ্য’ প্রার্থীদের জন্য বাকিরা কেন ভুক্তভোগী হবেন? এই প্রশ্ন তুলে...

Most Popular