তাইপে: শনিবার আমেরিকার উদ্দেশে রওনা দেন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই। পালটা তাইওয়ানের কাছে সেনা মহড়ার প্রস্তুতি নিচ্ছে লালফৌজ।
আগামী বছর জানুয়ারিতে তাইওয়ানের নির্বাচন। দ্বীপরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্টের দৌড়ে এগিয়ে রয়েছেন লাই। অন্যদিকে, তাইওয়ানকে নিজেদের দখলে রাখতে মরিয়া চিন। এই পরিস্থিতিতে তাঁর আমেরিকা সফর একেবারেই ভালো চোখে দেখছে না চিন। জানা গিয়েছে, আগামী সপ্তাহে তাইওয়ানের কাছে সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে লালফৌজ।
প্রসঙ্গত, ২০২২ সালে আমেরিকার তৎকালীন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর থেকে আগ্রাসী হয়েছে চিন। তাইওয়ানের প্রতিরক্ষা বলয়ে বারবার প্রবেশ করছে লালফৌজের যুদ্ধবিমান। এদিকে চিনকে প্রতিহত করতে তাইওয়ানের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। গত সেপ্টেম্বর মাসে ‘তাইওয়ান পলিসি অ্যাক্ট’ আনে আমেরিকা। চার বছরে তাইওয়ানকে প্রায় ৪৫০ কোটি টাকার অস্ত্র দেবে মার্কিন প্রশাসন।