উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হলেন বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার তামিম ইকবাল। সোমবার ম্যাচ চলাকালীন তামিম অসুস্থ হয়ে পড়েন সাভারের বিকেএসপি মাঠে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মাঠের পাশেই একটি হাসপাতালে। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে তাঁকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হতে পারে। মাঠে হেলিকপ্টার তৈরি রাখা হয়েছে।
জানা গিয়েছে, তামিম ইকবাল মহমেডান স্পোর্টিংয়ের অধিনায়ক। এদিন সাভারের বিকেএসপি মাঠে ঢাকা প্রিমিয়ার লিগে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। সেই সময় তিনি বুকে ব্যথা অনুভব করেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন মাঠে থাকা চিকিৎসকরা। অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে ভর্তি করা হয় পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসা বিভাগের প্রধান দেবাশিস চৌধুরী জানিয়েছেন, মাঠে দু’বার হৃদরোগে আক্রান্ত হয়েছেন তামিম। অ্যাঞ্জিয়োগ্রাম করানো হয়েছে। তাঁর হৃদযন্ত্রে ব্লক পাওয়া গিয়েছে। তামিমের জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখে চিকিৎসকেরা সিদ্ধান্ত নেবেন পরবর্তী চিকিৎসার বিষয়ে। তবে আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল।
মহমেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা তারিকুল ইসলাম জানিয়েছেন, তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনার চেষ্টা করা হয়েছিল। কিন্তু হেলিকপ্টারে উঠানোর মতো অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে ফজিলাতুন্নেছা হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, তামিমের অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে পৌঁছেছেন স্ত্রী আয়েশা সিদ্দিকা, বড় ভাই ও সাবেক ক্রিকেটার নাফীস ইকবালসহ পরিবারের অন্য সদস্যরা। তামিমকে দেখতে হাসপাতালে গেছেন বিসিবি পরিচালক ও কর্মকর্তারা।