ঢাকা: ক্রিকেটপ্রেমীদের জন্য স্বস্তির খবর। অস্ত্রোপচারের পর তামিম ইকবালের অবস্থা স্থিতিশীল। স্বয়ং তামিমই এই খবর দিয়েছেন। সোমবার মহমেডানের হয়ে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলার সময় অসুস্থ হয়ে পড়েন। হৃদরোগে আক্রান্ত হন। তৎক্ষণাৎ স্থানীয় গাজিপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, এখন ভালো আছেন। অস্ত্রোপচারের পর চলাফেরাও শুরু করেছেন তামিম ইকবাল। তবে আরও ২-৩ দিন নজরে রাখা হবে। এই সময়টা গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের জন্য। তামিম নিজেও সমাজমাধ্যমে স্বস্তির খবর দিয়েছেন। কঠিন সময়ে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি তাঁর জন্য প্রার্থনার আবেদন জানিয়েছেন তামিম।
তামিম লিখেছেন, ‘সোমবার দিন শুরুর সময় জানতাম না, আমার জন্য কী অপেক্ষা করছে। আল্লাহর কৃপায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। বিপদের সময় অনেক মানুষকে পাশে পেয়েছি। যাঁদের চেষ্টায় সংকট কাটিয়ে উঠতে পারলাম। সবার কাছে আমি কৃতজ্ঞ। মানুষের ভালোবাসা ছাড়া তামিম কিছু নয়।’